Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নব-নির্বাচিত মেয়রকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)’র নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। নব-নির্বাচিত মেয়র ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীও ডিএনসিসি’র মেয়র নির্বাচিত হওয়ায় আতিকুল ইসলামকে অভিনন্দন জানান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।
আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মো. রাশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক ও মো. ফারুক খান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম, ডা. দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সহ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান এমপি, আব্দুস সালাম মোর্শেদী এমপি, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসি’র উপ-নির্বাচনে গত বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকের ৫২,৪২৯ ভোট পান।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২ মার্চ, ২০১৯, ১০:১১ পিএম says : 0
    এই নর্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হবে এটাই নির্ধারিত ছিল। এমনিতেই এই নির্বাচনে আমরা কোন শক্তিশালী প্রতিদন্দি দেখিনি। বিশেষ করে দেশের অপশক্তির সমর্থিত শক্তিশালী বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনের ফলা ফল তখনই নির্ধারিত হয়েই ছিল। কাজেই এখন যা হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমি ব্যাক্তিগত ভাবে নেত্রী হাসিনার ব্যাবসায়ীদেরকে রাজনীতিতে অগ্রাধিকার দেয়াটাকে সমর্থন করি নাই এবং করবোনা এটাই সত্য। আমি আবারো ওনাকে একটা বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের দেশ এমনই ভাবে দুর্নীতিতে পারদর্শিতা অর্জন করেছে এখানে কোন ভাল মানুষ এসেও ভাল থাকবে না বা থাকতে পারেনা। সেজন্যেই রাজনীতিতে কোন সময়ই ব্যাবসায়ীদেরকে এভাবে অগ্রগণ্য দেয়া ঠিক নয়। আমি বলতে চাই নেত্রী হাসিনা ’৭৫ সাল থকে ’৮১ সাল পর্যন্ত দেশে না থাকলেও তিনি জিয়া মিয়ার করা রাজ্যত্ব পেয়েছেন। জিয়া মিয়া যে রাজত্বের জন্ম দিয়েগেছে সেটার পুনারাবৃতি না করাটাই আওয়ামীদের নীতি হওয়া উচিৎ বলে আমি মনে করি। আমি দেখেছি আনিছুর রহমানকে, আমি তাঁকে ভাল ভাবেই দেখেছি সেও ক্ষমতার লোভী হয়ে উঠেছিল যে জন্যে পরবর্তীতে তাঁর কর্মকাণ্ড ক্রমান্বয়ে তাঁর কথা ও কাজের অমিল শুরু হয়েছিল। আমি এটাও দেখেছি তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের অনেক নীতিকে পরিবর্তন করেছেন তাঁর নীতি ভাল এটা প্রমাণের জন্যে কিন্তু দুঃখজনক হলেও সত্য সে সেটার শেষ রূপ দিতে পারেননি। কাজেই আমি এসব ব্যাবসায়িদের প্রতি এতটুকুও আস্তা পাইনা। কোরআনে ব্যাবসাকে যেমন অগ্রগণ্য দেয়া হয়েছে তেমনি এদেরকে সত্যবাদী, সততা, ন্যায় নীতির উপর থাকার তাগীদ দেয়া হয়েছে। এদেরকে পরিমাণে কম না দেয়ার জন্যে বার বার তাগিদ দেয়া হয়েছে যাতে এরা ভুলে না যায়। কিন্তু আমাদের দেশে এখনকার ব্যাবসায়ীরা এসব কিছুই মানেন না। তাঁরা হয়ে যায় পয়সার পিচাস ফলে যত অন্যায় পথ আছে সবই এরা অনুশীলন করে জনসাধারণদেরকে ধোকা দিয়ে পয়সার পাহাড় বানাচ্ছে। নেত্রী হাসিনা সেদিনও বলেছেন তিনি নিজের স্বার্থে রাজনীতি করেন না জনগণের স্বার্থে রাজনীতি করেন। তিনি যদি এটাকে সত্যই মানেন তাহলে ওনার আশে পাশে যারা রাজনৈতিক নেতারা আছেন ওনাদের সম্পর্কে উনি কি আসোল খবর রাখেন??? আমি দেখেছি সামাজিক মাধ্যমে অনেক সংবাদ আসে কিন্তু পুলিশ সেটাকে পলিস করে নেত্রীর সামনে রাখেন আর নেত্রী সেটাকে গোপন ও আসোল মেনে নেন। দেশের রাজা পুলিশ এভাবেই নেতাদেরকে পকেট করে নেত্রীর সামনে রাখেন আর নেত্রী সেটাকেই আসোল হিসাবে নিয়ে সেভাবেই নেতা বানান এতেই দেশের রারোটা বেজে যায় আর নেত্রী পিছিয়ে যান এটাই আমি এযাবত উপলব্ধি করে আসছি। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে আল্লাহ্‌র হেকমত জানার, বুঝার ও সেইভাবে কাজ করার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ