Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি প্রকাশনা সংস্থায় নেই নতুন বই

নুর হোসেন ইমন | প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অমর একুশে গ্রন্থমেলা বাঙালী কবি, সাহিত্যিক ও লেখকদের নতুন বই প্রকাশের কেন্দ্রবিন্দু। এ মেলাকে কেন্দ্র করেই প্রতিবছর বের হয় হাজার হাজার নতুন বই। মাসব্যাপী গ্রন্থমেলায় গত ২৮দিনে নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৬৮৫টি। কিন্তু এত বইয়ের মধ্যে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থ্যা থেকে প্রকাশিত কোন বই। দেশের সর্বোচ্ছ বিদ্যাপীঠ যেখান থেকে প্রতি বছর জ্ঞানের নতুন নতুন ধারা নিয়ে বই প্রকাশ হওয়ার কথা সে প্রতিষ্ঠানের প্রকাশনা সংস্থার এমন বেহাল দশা দেখে অবাক হয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শেখ আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণেই এ অবস্থা।
প্রতিবছন বই মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীদের অনেক বই বের হয়। শিক্ষার্থীদের যদি এ সংস্থা থেকে বই বের করার সুযোগ দেয়া হতো তাহলে আজকের এ অবস্থানে এসে পৌছাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার তথ্য মতে, ১৯২১ সালে প্রতিষ্ঠার পর গত ৯৮ বছরে সংস্থাটি বের করেছে মাত্র ১৭৭টি বই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন এ প্রকাশনা সংস্থার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হলে ভালো লেখকদের মনোযোগ আকর্ষণ করতে পারবে বলে মনে করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থার উপ-পরিচালক ভবরঞ্জন চক্রবর্তী প্রকাশনা সংস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান। এবং এজন্য একটি গাইডলাইন তৈরি করা হবে বলেও অভিমত ব্যক্ত করেন। গতকাল ০১ মার্চ শুক্রবার গ্রন্থমেলায় দু’দিন বর্ধিত সময়সীমার প্রথম দিন ছিলো। এদিন গ্রন্থমেলা চলে সকাল ১১টা থেকে রাত রাত ৯টা পর্যন্ত। গতকাল মেলায় নতুন বই এসেছে ৮৬টি।
আজকের কর্মসূচি
আজ ২মার্চ শনিবার অমর একুশে গ্রন্থমেলা শেষ দিন। আজ মেলা চলবে সকাল ১১টায় থেকে রাত ৯:০০টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ