Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে নেই তৎপরতা

ক্ষতির মুখে কৃষক

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গাফিলতির কারণে ঠাকুরগাঁও জেলা সদরের গড়েয়া ইউনিয়নে গভীর নলকূপের বেহাত হওয়া জমিগুলো উদ্ধার হচ্ছে না। ফলে পার্শ্ববর্তী কৃষি জমিগুলো অনাবাদি থাকায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। সম্প্রতি গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা মৌজায় অবস্থিত টি-২৯০ নং গভীর নলকূপ এলাকার কৃষক নজরুল ইসলাম ও শিহাব উদ্দিন স্বাক্ষরিত একটি অভিযোগ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র ঠাকুরগাঁওস্থ নির্বাহী প্রকৌশলীর কাছে দাখিল করা হয়। অভিযোগ থেকে জানা যায়, গভীর নলকুপের নিজস্ব ১.১২ একর সম্পত্তির উপর দিয়ে ১৬ ফুট প্রস্থ ও ১৮৭৩ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ক্যানেলের ধার দিয়ে পাশ্ববর্তী লোকজনেরা যাতায়াত করতেন। পরবর্তীতে মাটির নীচ দিয়ে পানি সরবরাহ চালু হওয়ায় ক্যানেলের পিছনের জমির মালিকগণ অব্যবহৃত ক্যানেলের জায়গাগুলো দখল করে নেন। ফলে ক্যানেল দিয়ে যাতায়াতকারী পিছনের জনসাধারণ বেকায়দায় পড়েন এবং পিছনের কৃষি জমিগুলো অনাবাদী হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ তৎপর হলে বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারের মাধ্যমে সরকারী স্বার্থ সংরক্ষনের পাশাপাশি আমার সোয়া ২ একর জমি সহ অন্যান্যদের অনাবাদী জমিগুলো অনাবাদী হওয়ার হাত থেকে বাঁচতো। গেল মৌসুমে যে জমিতে লক্ষাধিক টাকার ভূট্টা আবাদ হয়েছিল এবারে শুধুমাত্র রাস্তা বন্ধ হবার কারণে ঐ জমি ফসলবিহীন পড়ে আছে। এভাবে অনেক কৃষকই ক্ষতির মুখে পড়ছে। এ ব্যাপারে বিএমডিএ-ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী শরিফুল হকের মতামত চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ