Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি ৩৪%

প্রাণিসম্পদ খাত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

২০১৮-১৯ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪৪টি প্রকল্পে বরাদ্দ আছে প্রায় ৯০০ কোটি টাকা। এর মধ্যে ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত সাত মাসে ব্যয় হয়েছে ২৮৪ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরে এ খাতের প্রকল্প বাস্তবায়নের জাতীয় অগ্রগতি ৩৪ দশমিক ৪৩ শতাংশ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের ৪৪টি প্রকল্পের মধ্যে মন্ত্রণালয়ের মৎস্য-উপখাতের ২১টি প্রকল্পের বরাদ্দ রয়েছে ৪৪০ কোটি ৭০ লাখ টাকা। অর্থ বছরে প্রথম সাত মাসে এ উপখাতে ব্যয় হয়েছে ১৪২ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে মৎস্য অধিদফতরের ১৪টি প্রকল্পে ৩৪১ কোটি ২৮ লাখ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পাঁচটি প্রকল্পে প্রায় সাড়ে ৩৪ কোটি এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশনের দুটি প্রকল্পে বরাদ্দ প্রায় ৬৫ কোটি টাকা। তবে বিগত অর্থবছরে মৎস্য-উপখাতের ২৬টি প্রকল্পে বরাদ্দকৃত ৪৮৬ কোটি ৬০ লাখ টাকার মধ্যে একই সময়ে ব্যয় হয়েছিল প্রায় সাড়ে ১২১ কোটি টাকা।

অপরদিকে, চলতি অর্থবছরে প্রাণিসম্পদখাতের ২৩টি প্রকল্পের বরাদ্দ হচ্ছে মোট ৩৭৮ কোটি ২২ লাখ টাকা এবং এই সাত মাসে এ উপখাতে ব্যয় হয়েছে প্রায় ১৪৩ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের ১৬টি প্রকল্পে ৩৪০ কোটি ২৪ লাখ, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৬টি প্রকল্পে ৩০ কোটি ৭২ লাখ এবং ভেটেরিনারি কাউন্সিলের একটি প্রকল্পে সাত কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ আছে। তবে বিগত ২০১৭-১৮ অর্থবছরে এই উপখাতের ২১টি প্রকল্পে বরাদ্দকৃত প্রায় ৫০২ কোটি ৫০ লাখ টাকার মধ্যে একই সময়ে ব্যয় হয়েছিল মোট ১৫৬ কোটি ২৫ লাখ টাকা।

বাস্তবায়নাধীন মৎস্য উপখাতের প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুক্তাচাষ প্রযুক্তি উন্নয়ন প্রকল্প, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদনবৃদ্ধি, তিনটি উপক‚লীয় জেলার চার স্থানে মৎস্য অবতরণকেন্দ্র স্থাপন, হাওর অঞ্চলে মৎস্য অবতরণকেন্দ্র স্থাপন, সামুদ্রিক মৎস্য গবেষণা জোরদারকরণ ও অবকাঠামো উন্নয়ন, চাঁদপুর নদীকেন্দ্র ইলিশ গবেষণা জোরদারকরণ, ঝিনুক ও শামুক সংরক্ষণ পোনা উৎপাদন এবং চাষ প্রভৃতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ