Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

স্টাফ রিপোর্টার
পুরোনো ঢাকার চকবাজারের মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদের খতীব ও ইমামগণ নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং অগ্নিকান্ডে আহতদের দ্রæত আরোগ্য লাঘবেও দোয়া করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট মো. শেখ আব্দুল্লাহ, ধর্ম সচিব মো. আনিছুর রহমানসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নিহতদের জন্য গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়।
চকবাজার অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট মো.আব্দুল্লাহ বৃহস্পতিবার সকল মসজিদের খতীব ও ইমামগণকে অগ্নিকান্ডে নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রæত আরোগ্য লাভের জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছিলেন। তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দূর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করার অনুরোধ জানান।
লালবাগ শাহী জামে মসজিদ, চকবাজার শাহী জামে মসজিদ, কামরাঙ্গীরচর হাফেজ্জ্বী হুজুর মাদরাসা মসজিদ রাজধানীর অধিকাংশ মসজিদসহ বিভিন্ন জেলার মসজিদে মসজিদেও চকবাজার অগ্নিকান্ডে হতাহতদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।
সকালে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ চকবাজারের অগ্নিকান্ডে গুরুতর আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনে যান।
খেলাফত মজলিস
চকবাজার চুড়িহাট্টায় সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনায় খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে এক দোয়া মাহফিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর চত্ত¡রে মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন,
পুরান ঢাকার আবাসিক এলাকায় ব্যবস্থাগত নানা ধরণের ত্রæটির কারণে এ রকম ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকার ও সিটি কর্পোরেশন এসব দুর্ঘটনার দায় এড়াতে পারে না। আজকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যথাযথ ক্ষপিূরণ দিতে হবে। আহতদের সরকারীভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ