Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনের কথা জানাবে

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


ইনকিলাব ডেস্ক
প্রিয় মানুষটির সামনে হৃদয়ের আবেগ মুখে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে অনেকের। দ্বিধা-দ্ব›েদ্ব ভোগেন। এতে আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে। ফলে প্রিয় মানুষের মুখোমুখি বসেও অনুরাগের প্রকাশ ঘটাতে পারেন না। মজার ব্যাপার, এই দূরত্ব ঘুচাতে পাশে দাঁড়িয়েছে জাপানের ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠান সাইবার এজেন্ট। প্রতিষ্ঠানটি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ঘটক রোবট। এই রোবট প্রিয় মানুষের মাঝের দূরত্ব দ্রæত কমিয়ে আনবে। ছোট আকারের এসব রোবটের কারণে দ্বিধা-দ্ব›দ্ব আর অস্পষ্টতা ঝেড়ে ফেলে দ্রæত সিদ্ধান্ত নেয়া সহজ হবে যে দু’জন সম্পর্কে জড়াবে কি-না।
রোবটগুলো তৈরিতে সাইবার এজেন্টকে সহযোগিতা করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান শার্প। টোকিওভিত্তিক রোবোটিকসের একটি সংগঠন কনটেন্ট ইনোভেশন প্রোগ্রাম অ্যাসোসিয়েশন একটি ইভেন্টের আয়োজন করেছে। এই আয়োজনের ভিডিওতে দেখা যায়, সম্ভাব্য জুটির প্রত্যেকে একটি টেবিলের সামনে পাশাপাশি বসে আছেন।
প্রত্যেকের সামনে তার প্রতিনিধি হিসেবে আছে একটি ক্ষুদ্র রোবট। যাতে প্রত্যেকের ভালো লাগা, খারাপ লাগা আর আশা-আকাঙ্ক্ষা সংক্রান্ত ৪৫টি প্রশ্নের উত্তর আগেই ধারণ করা আছে। সে অনুযায়ী নীরব দু’জনের মাঝে রোবট দুটি একে অপরের প্রশ্নের উত্তর দিচ্ছে মনের মাধুরী মেশানো ভাষায়। একে অপরের মনে যাতে আঘাত না লাগে, সে দিকটাও লক্ষ্য রাখছে রোবট দুটি। সূত্র : এএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ