Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইফাদের অধিবেশনে যোগদিতে রোমে অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৩৬ পিএম

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের দুই দিনব্যাপি ৪২তম অধিবেশন কাল বৃহষ্পতিবার শুরু হচ্ছে। আর এ সম্মেলনে যোগদানের জন্য ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এছাড়া, ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসি বাংলাদেশীরা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে এবং হোটেলে স্বাগত জানান। অর্থমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে বুধবার (১৩ ফেব্রুয়ারি) রোমস্থ তিনটি আন্তজাতিক সংস্থা- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থার প্রধানরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে পৃথকভাবে বৈঠক করবেন। এছাড়া অর্থমন্ত্রী বুধবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ