Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে কবি আব্দুর রশিদ খানের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সত্তর দশকের অন্যতম কবি আব্দুর রশিদ খানের দাফন সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে কানেকটিকাট অঙ্গরাজ্যের ইনফিল্ড মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। ম্যানচেস্টার মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কবি রশিদ খানের একমাত্র ছেলে ম্যানচেস্টার প্রবাসী মুনিম খান জানান, তার বাবা দীর্ঘদিন ধরে নানা ব্যাথা জনিত রোগে ভুগছিলেন। প্রায়ই কোমরের ব্যাথার কথা বলতেন। কবি আব্দুর রশিদ খান ঢাকা কলেজিয়েট স্কুলের ৭ম-৮ম শ্রেণির ছাত্রাবস্থায় স্কুল ম্যাগাজিনসহ বিশ্ববিদ্যালয়ে সলিমুললাহ মুসলিম হল ম্যাগাজিনে নিয়মিত কবিতা, গল্প ও প্রবন্ধ লিখতেন। ঢাকা ও কলিকাতার বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে কবিতা ও প্রবন্ধ প্রকাশ পেয়েছে তার। ১৯৫২ সাল থেকেই বিভিন্ন কাব্যগ্রন্থের প্রকাশ শুরু হয়।
এছাড়াও তিনি ১৯৫০ ও ১৯৫৯ সালে নতুন কবিতা ও প্রেমের কবিতা নামে দু’টি কাব্য সংকলন সম্পাদনা করেন। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে ‘আকাশ জয়ের ইতিকথা’ (১৯৬০), মুক্তা (১৯৬২), কিশোর মনীষী (১৯৬৭) এবং ইকবালের যবুর-ই-আজম (কাব্যানুবাদ ১৯৮৭)। এখনো প্রকাশের অপেক্ষায় রয়েছে তার ৮টি বই। এগুলো হলো- দূরন্ত কৈশোর, ফুল হবো না পাখি হবো (কিশোর কবিতা), হারানো দিন (কিশোর কবিতা), হাকলবেরী ফিন (ভাবানুবাদ), টম সয়ার (ভাবানুবাদ), টম কাকার কুটির (ভাবানুবাদ), ভালো লাগার প্রতিধ্বনি (বিদেশি কবিতার অনুবাদ) এবং নিজের কবিতার ইংরেজি অনুবাদ মিররড মোমেন্টস (MIRRORED MOMENTS)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ