Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উপজেলাভিত্তিক মাস্টার প্লান তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫০ এএম | আপডেট : ১১:৫৮ এএম, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলাভিত্তিক মাস্টার প্লান তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও বেশি শ্রম দিতে হবে। সুপেয় পানি, স্যানিটেশন, রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।’

স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। জেলা ভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে।’

সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আগে রোববার সকাল সোয়া ১০টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৩৮ পিএম says : 0
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক নির্দেশ দিয়েছেন, দেশকে উন্নত করতে চাইলে উপজেলাভিত্তিক মাস্টার প্লান থাকতে হবে। তারপর সেই প্লেনকে বাস্তব রূপ দিতে হবে তাহলে দেশ প্রকৃতভাবেই নিজ পায়ে দাড়া হয়েযাবে এটাই সত্য। আমার বিশ্বাস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তমন্ত্রী তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর এই নির্দেশকে সত্যই যদি বাস্তবায়িত করতে চান তাহলে আমি মনে করি এটা অবশ্যই সম্ভব। কাজেই আজ যে নির্দেশ নেত্রী হাসিনা দিলেন ৫ বছরে অবশ্যই এটা রূপায়িত হবে এবং আমারা একটা সুখি সমৃদ্ধি বাংলাদেশ দেখতে পাব ইনশ’আল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammad Anowarul Huq ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৫১ পিএম says : 0
    প্রধান মন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই । মাষ্টার প্লানে সর্বপ্রথম পয়োনিষ্কাশন ও সুপেয় পানীর ব্যবস্থা রাখতে হবে । পয়োনিষ্কাশন অতীব জরুরী । কারন ঘনবসতিপূর্ন এলাকাগুলিতে পয়োনিষ্কাশন না থাকায় মারাত্মক পরিবেশ দূষনের স্বীকার হচ্ছে । তাই সর্বপ্রথম পয়োনিষ্কাশনের ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • আজিজুর রহমান ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:২৬ এএম says : 0
    উপজেলা ভিত্তিক উন্নয়ণই টেকসই উন্নয়ণ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ