Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবিধানিক ধারা রক্ষায় সশস্ত্র বাহিনীকে ভূমিকা রাখতে হবে

সামরিক বাহিনীর গ্র্যাজুয়েশন কোর্সের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম | আপডেট : ১২:৩৫ এএম, ৮ ফেব্রুয়ারি, ২০১৯

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতেও ‘গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে’ যথাযথ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৮-২০১৯ গ্র্যাজুয়েশন কোর্সের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর কৃতিত্ব সারা বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আমাদের সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে। বাংলাদেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। শেখ হাসিনা তার বক্তব্যে সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ‘মূর্ত প্রতীক’ হিসেবে বর্ণনা করেন। দুর্যোগ মোকাবিলা, দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা তিনি স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় নানা পরিবর্তনের ফলে সামরিক বাহিনীর ভূমিকা ও দায়িত্বেও এখন নতুন মাত্রা যোগ হয়েছে। কমান্ড ও স্টাফ কলেজের প্রশিক্ষণ কার্যক্রমেও এ বিষয়ে জোর দেয়া হচ্ছে। কলেজের অবকাঠামোগত সুবিধা স¤প্রসারণে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান।
ডিএসসিএসসি ২০১৮-২০১৯ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১১৮ জন অফিসার, নৌবাহিনীর ২৯ জন এবং বিমানবাহিনীর ২৩ জন অফিসার গ্র্যাজুয়েশন করেছেন। এছাড়া চীন, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, সউদী আরব, লেবানন, যুক্তরাষ্ট্রসহ ১৯ দেশের ৪৫ জন অফিসার এ বছর কোর্স সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সার্টিফিকেট তুলে দেন। তিনি বলেন, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে ‘পিএসসি’ ডিগ্রি অর্জন, যে কোনো সামরিক অফিসারের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
কলেজের সাবেক ও বর্তমান কমান্ড্যান্ট, অনুষদ সদস্যবৃন্দ ও সকল অফিসারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী গ্র্যাজুয়েট অফিসারদের বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তোমরা সমর বিজ্ঞানের ওপর উচ্চতর জ্ঞান লাভ করেছ। এ প্রশিক্ষণ অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের আরও আত্মপ্রত্যয়ী হতে শেখাবে।
এ বছর ১১ জন নারী অফিসারের গ্র্যাজুয়েশন শেষ করার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মহিলা অফিসারের কোর্সে অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। আশা করি, মহিলা অফিসারদের অংশগ্রহণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।
বন্ধুপ্রতিম দেশের গ্র্যাজুয়েট অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। বৈশ্বিক শান্তির প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আমাদের পররাষ্ট্রনীতিতেও প্রতিধ্বনিত হয়। আমাদের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হলো ‘সমমর্যাদার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’। এরই ধারাবাহিকতায় আপনাদের দেশের সঙ্গে আমরা বজায় রেখেছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
প্রধানমন্ত্রী তার নেতৃত্বাধীন সরকারের দশ বছরের উন্নয়নের চিত্রও অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে ‘উন্নয়নের রোল মডেল’। আমাদের সরকারের উন্নয়ন কার্যক্রমে সন্তুষ্ট হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও বিপুল ভোটে আমাদের নির্বাচিত করেছে। আমরা জনগণকে দেয়া প্রতিটি ওয়াদার পরিপূর্ণ বাস্তবায়ন করব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করব, ইনশাআল্লাহ।
স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এনায়েত উল্যাহ।
স্টাফ কলেজে এ পর্যন্ত সেনাবাহিনীর ৪৩টি, নৌবাহিনীর ৩৭টি এবং বিমানবাহিনীর ৩৯টি স্টাফ কোর্স সম্পন্ন হয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ৩৯০২ জন, পুলিশের ৫ জন এবং ৪২টি বন্ধুপ্রতিম দেশের ১ হাজার ১১১ জন অফিসার এ কলেজ থেকে গ্র্যাজুয়েশন অর্জন করেছেন।



 

Show all comments
  • নাম প্রকাশে অনিচ্ছুক ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১০ এএম says : 0
    দেশের নিরাপত্তা যেখানে যেখানে বিঘ্ন ঘটতেছে সেখানে সেখানে ফোকাস দিতে বলে এবং নিজেও সজাগ থাকেন।
    Total Reply(0) Reply
  • Rakib Al-Hasan ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১০ এএম says : 0
    সবকিছুতেই অবদান রাখুন। ভোটাধিকার বাদে।
    Total Reply(0) Reply
  • Shazzadul Islam Sahil ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১০ এএম says : 0
    এই দেশের স্বাধীন সার্বভৌমে যারা অবিশ্বাসী তাদের বা তাদের পরিবারে
    Total Reply(0) Reply
  • Shazzadul Islam Sahil ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১০ এএম says : 0
    এই দেশের স্বাধীন সার্বভৌমে যারা অবিশ্বাসী তাদের বা তাদের পরিবারের কেউ যেন সশস্র বাহিনীতে ঢুকতে না পারে সেই দিকে গভীর মনোযোগ দিন!
    Total Reply(0) Reply
  • Monir Hossan ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১১ এএম says : 0
    দেশ ও জাতিকে শেষ করে দেওয়ার জন্য আর একটু ভাবুন।
    Total Reply(0) Reply
  • Monir Hossan ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১২ এএম says : 0
    অন্যায়ের প্রতিবাদী বঙ্গবন্ধুকে বিষম শ্রদ্ধা করি , কিন্তু দিন দিন তা হ্রাস পাচ্ছে
    Total Reply(0) Reply
  • Mahmood Ali ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১২ এএম says : 0
    বাংলাদেশে Parliament এ ২।৩ জন নেতা যদি Saddam Hussain এবং Adolf Hitler এর মত যোগ্য মানুষ থাকতো তাহলে এ সব ঘটনা শুনতেন না। সঠিক বিচার না হওয়ার কারনেই এই সব ঘটনা হচ্ছে। দেশে যত কুকর্ম হচ্ছে সব কুকর্মের দায়ী কিন্তু সম্পূর্ণভাবেই সরকার।
    Total Reply(0) Reply
  • Safiqul Islam ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১২ এএম says : 0
    স্বাধীন দেশে ভোট ডাকাতি কি ভাবে করছেন।সেটা অভিজ্ঞতার আলোকে কিছু বলেন।
    Total Reply(0) Reply
  • Arafat Hosen ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৩ এএম says : 0
    ভোট চুরি করে রাখুন অবদান
    Total Reply(0) Reply
  • Амена Хан ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৩ এএম says : 0
    অন্যদেশের নিরাপত্তার জন্য আমাদের সৈনিকদের জীবন দেওয়ার কারন নাই,জাতি সংঘ ব্যক্তিগত জায়গায় অবস্হিত,যার জায়গায় তার স্বার্থ রক্ষা করে,তাই এই পকেট সংঘের কথার গুরুত্ব নাই,সৈনিকদের উন্নতির কাজে ব্যবহার করলে তাদের কাছ থেকে উন্নতি আশা করা যায়,ট্রেনিংয়ের পাশে কারিগরী শিক্ষা দিয়ে প্রয়োজনে জনগণের কাজে সাহায্য করতে পারে।
    Total Reply(0) Reply
  • Nazim Uddin ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৩ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী কে বলতেছি দেশ ও জাতি আরো উন্নয়ন বা উন্নতি হবে যদি আপনি সংসদে একটি আইন পাস করুন যারা সরকারি কর্মকর্তা-কর্মচারী তারা যদি কোন ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয় তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি দিবেন এবং যতদিন সরকারি কাজে নিয়োজিত ছিল এবং সরকারি বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করেছিল সেগুলো ফিরিয়ে নেওয়া হোক তাহলে দেশ ও জাতি উন্নতি হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ