পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসে সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করে সেবা নিশ্চিত করা হবে।
শেখ হাসিনা বলেন, দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে সশস্ত্র বাহিনীকে। উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা গতিশীল রাখতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও ষ্টাফ কলেজ (ডিএসসিএসসি) ২০১৮-১৯ কোর্সে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দেশের ২১৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।