Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হুয়াওয়ে ওয়াই ফাইভের দাম কমেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪২ পিএম

হুয়াওয়ের জনপ্রিয় ওয়াই সিরিজের ওয়াই ফাইভ লাইট মডেলের স্মার্টফোনের দাম কমেছে। ৮ হাজার ৯৯০ টাকার স্মার্টফোনটি এখন মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের ফুলভিউ টাচস্ক্রিন ডিসপ্লের এ স্মার্টফোনটির রেজ্যুলেশন ৭২০ ও ১৪৪০ পিক্সেল। ফুলভিউ এ ডিসপ্লের আয়তন ৫.৪৫ ইঞ্চি। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ গো এবং ইএমইউআই ৮। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি ৬৭৩৯। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধাও রাখা হয়েছে। এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানারোমা সুবিধাসহ ফোনটির পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। যার অ্যাপারচার ২.০। আর এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ২.২ অ্যাপারচারের সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটিতে ব্যাকআপ সুবিধা দিতে ব্যবহার করা হয়েছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডুয়েল সিম সুবিধাসহ ব্ল্যাক ও ব্লু রংয়ের ফোনটিতে ৪জি সুবিধা পাওয়া যাবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুয়াওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ