Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফতুল্লায় মবিলের গোডাউনে আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মজুদ বিপুল পরিমাণ মবিল ও দাহ্য পদার্থ। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার নন্দলালপুর এলাকার প্রাইম টেক্সটাইলের পাশে একটি নামবিহীন মবিলের গোডাউনে ওই অগ্নিকান্ড ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জানান, ‘বেলা ১১টায় খবর পেয়ে ফতুল্লা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে এশিয়া স্প্রিং কোম্পানি লুব্রিকেন্টের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনে টিনশেডে তৈরি গুদামের রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। দুমড়েমুচড়ে যায় গুদামের টিনশেড ঘর। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ভিড় করে ওই গুদামের সামনে।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, মিলের পাশে একটি রি-রোলিং মিল থাকায় ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বেলা তিনটার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, ‘গুদামটিতে লুব্রিকেন্ট ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছিল। আমাদের পানি দিয়ে কোনোভাবেই আগুন নেভানো সম্ভব ছিল না। যার কারণে আমাদের বিশেষায়িত গাড়ি ও ফোমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। ড্রেনেজ করে সম্পূর্ণ লুব্রিকেন্ট বের করে দিয়েছি।’
গুদামটিতে প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত তরল জ্বালানি মজুত করে রাখা আছে। এসব অরক্ষিতভাবে রাখা হয়েছিল বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান মামুন মাহমুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ