Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণভবনে পিঠাপুলিতে অতিথি আপ্যায়ন প্রধানমন্ত্রীর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চা-চক্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল সেই দল ও জোটের নেতাদের সম্মানে গণভবনে চা-চক্রের আয়োজন শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরেক পদের পিঠা-পুলি ও খাবারের বিভিন্ন পদে রাজনীতিকদের আপ্যায়িত করেন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দক্ষিণ লনের সবুজ চত্বরে এই চা-চক্রে কুশলাদি বিনিময়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলকে আবহমান বাংলার বিভিন্ন ঐতিহ্য দিয়ে সাজানো হয়। পাশাপাশি বাজানো হয় দেশের গান। অতিথিদের ফুচকা, চটপটি, পাঠিসাপটা পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, জিলাপি, কাবাব-রুটি দিয়ে আপ্যায়ন করা হয়। মেনুুর তালিকায় আরও ছিলো বিভিন্ন ধরনের মৌসুমী ফল, জুস, চা-কফিসহ বাঙালি ঐতিহ্যের নানা হরেক পদের খাবার।
যেসব রাজনৈতিক দল নির্বাচনে এবং আগের সংলাপে অংশ নিয়েছিল, তাদেরকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা। তবে চা-চক্রে অংশ নেয়নি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শুক্রবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা। এছাড়া চা-চক্রে বাম গণতান্ত্রিক জোটের নেতারা অংশ নিতে দেখা যায়নি।
রাজনৈতিক দলগুলোর নেতাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় গণভবনের চা-চক্র। বিকেল ৪টার পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, ১৪ দল, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে শনিবারের চা-চক্রে নিমন্ত্রণ করা হয়েছে। এছাড়াও এ চা চক্রে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
চা-চক্রে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, সালমান এফ রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নূরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়য়াসহ অনেকে।
অনুষ্ঠানে বিরোধীদলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ, জাপা নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদ (আম্বিয়া) নেতা মঈনুদ্দিন খান বাদল, নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ অনেকে চা-চক্রে অংশ নেন।
এ ছাড়াও ইসলামী ঐক্যজোটের সভাপতি মিসবাহুর রহমান চৌধুরী, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়–য়া, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদোজ্জা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) এমএ মান্নান, মাহী বি চৌধুরী এবং শমশের মুবিন চৌধুরী, বিএনএফ প্রেসিডেন্ট ব্যারিস্টার নাজমুল হুদা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ১৪ দলের নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।



 

Show all comments
  • Muhammad Shafiuddin ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    পেট ব্যথা করবে এই পিঠা খেলে, কারন, জনগনকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, তিনি তাদেরই পয়সা দিয়ে মজা লুটছেন
    Total Reply(0) Reply
  • saad Ahmed ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ এএম says : 2
    এত খোলা মনের ও এত বড় আত্বার প্রধানমন্ত্রী বাংলাদেশের গাছে আর ধরবে না তাই আমরা সবাই মিলে উনার উপদেশ রক্ষা করি ও উনার সেবা করি তাহাতে আরো একটি বার প্রধানমন্ত্রীর করে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের আলো নিশ্চিত করতে পারি, আল্লাহ পাক যেন উনাকে দীর্ঘ আয়ু দান করেন.
    Total Reply(0) Reply
  • Shamim Ahmed Sunny ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    কোনো তাবিজ পড়া ছিলো কি না সন্দেহ হয়,, কারন ম‌্যাডাম তো খুব বিশ্বাসি একজন কারিগর
    Total Reply(0) Reply
  • mohammad rahman ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    মাঝে মাঝে পরিবারের সদস্যদের নিয়ে চা চক্রের আয়োজন করতে ! এতে করে পারিবারিক সমপর্ক দৃঢ় হয় -
    Total Reply(0) Reply
  • Ziaul Hoque Jony ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
    গনভবন কি পিঠাভবন হয়ে গেলো নাকি
    Total Reply(0) Reply
  • Tanmoy Podder ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
    আওয়ামীলীগের দলীয় বৈঠক ছিলো,কেন এটাকে বিভিন্ন দলের বৈঠক বলা হলো?
    Total Reply(0) Reply
  • Muhammed Haque ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
    Illegal government joking with the people of Bangladesh
    Total Reply(0) Reply
  • Arif ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
    চা পান করে রাত জেগে ভোট দেওয়ার মজা ই আলাদা না মানে চা এর কথা মনে পড়লে আমার এই ধারণা আসে !!!!
    Total Reply(0) Reply
  • Alam Alam ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ এএম says : 0
    জনগণের ভোট ডাকাতি করে, আবার জনগণের সাথে তামাশা করে,
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ এএম says : 0
    Shame for democracy and bangladesh.
    Total Reply(0) Reply
  • বিপ্লব ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ এএম says : 0
    মানুষের গণতন্ত্রের অধিকার নিশ্চিত না করতে পারলেও এ সরকার মানুষের বিনোদনে যথেষ্ট মরিয়া হয়ে কাজ করে যাচ্ছে বলেই মনে হয়।
    Total Reply(0) Reply
  • Shahin Ahmed ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ এএম says : 0
    বি চৌধুরী ক্ষমতার জন্য কত কিছুই করতে পারেন
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ এএম says : 0
    বিভিন্ন দল নয় আওয়ামীলীগের নির্বাচনী জোট যারা ছিল তারা।
    Total Reply(0) Reply
  • তাসলিমা বেগম ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৯ এএম says : 0
    এরা তো সবাই আওয়ামী লীগেরই শাখা-প্রশাখা। এদের সাথে আবার আলাদা করে চা চক্রের কি প্রয়োজন ছিল
    Total Reply(0) Reply
  • Fakrul Islam ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:১৮ এএম says : 0
    She really knows the politics
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৪৪ এএম says : 0
    সুন্দর এক আয়োজন প্রধানমন্ত্রী করছেন। বাঙালী জাতীর ঐতিহ্যের প্রতিক হিসাবে চিহ্নিত হবে এ অনুষ্ঠান। এভাবে যদি সরকারীদল ও বিরোধীদলের মধ্যে ভাবের আদান প্রদান শুরু হয়ে যায় তাহলে তাদের মধ্যে বিদ্যমান সমস্যাও তারই এই আলোচনার মাধ্যমে মীমাংশা করতে সক্ষম হবেন এটাই আমাদের বিশ্বাস। আমরা বিদেশে এটাই লক্ষ করে আসছি যখনই বিরোধী দলের সাথে সরকারি দলের মতানক্যের সৃষ্টি হয় সাথে সাথে তারা এভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে থাকেন। আমরা এখন আর তৃতীয় বিশ্ব নই কাজেই আমাদেরকে উন্নত বিশ্বের মত আচোরন করতে হবে। আর নেত্রী হাসিনা এটাই তার দ্বিতীয় টার্মের শেষের দিকে মানে ২০১২ সালের পর থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্যে বিএনপিকে তাগাদা দিয়ে আসছিল। আর বিএনপির নেত্রী আপোষহীন নেত্রী প্রমাণ করতে গিয়ে নেত্রী হাসিনাকে তোয়াক্কা না করে আলোচনার না বসে নিজেকে ..... হিসাবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে সময়মত বুঝার ও সময়মত কাজ করার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • Md. Mofazzal Hossain ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৯ এএম says : 0
    It is the distribution of cake of monkey! Also it is the celebration of voting fraud! Why BNP will attend such program?
    Total Reply(0) Reply
  • abdulhannanmiah ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৬ পিএম says : 0
    Banglar kristi culture totha bangalipona mon akhono amader pm ar ase uni akjon bisisto bd culture ar lalon palon kari. Ata amader hajar bastotar maje amader je sit kale sokol attio sojon nia barite pitha puli nani dadira aoyojon korten othai mone aj mone kore dilen. Ami probase thekew jeno pm ar pitha pulir partir subash passi. Anek ta mon amar deser jonno bekul hoey gelo.Dua kori amader ai bratitto both hajar hajar bosor chalu thak.Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ