Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আলমগীর হোসেন (৩০)। রোববার রাতে নগরীর ফতুল্লার দেওভোগ পানির ট্যাঙ্ক এলাকায় হত্যাকান্ডের ওই ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই এলাকার ন‚রু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তিনি মুন্সীগঞ্জের দশলং এলাকার লাল মিয়ার ছেলে। স্থানীয় ভাবে আলমগীর পুলিশের সোর্স হিসেবে পরিচিত। পাশাপাশি সে ফতুল্লার পঞ্চবটির বিসিকে সাব কন্ট্রাকে বিভিন্ন গার্মেন্টের কাজ করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাতিজা শাকিল বলেন, গতকাল রাতে দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকায় অজ্ঞাত পরিচয় কয়েকজন আলমগীরের উপর অতর্কিত হামলা চালায়। তারা আলমগীরকে চারপাশ থেকে ঘিরে বুক ও পিঠে একাধিক ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আলমগীর অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমগীরের শরীরে মোট ১৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
নাম প্রকাশ না করার শর্তে নিহতের পরিবারের একাধিক সদস্য জানায়, স¤প্রতি নারায়ণগঞ্জে চলামান মাদক বিরোধী সাড়াশি অভিযানে আলমগীর দেওভোগ এলাকার চিহ্নিত ১২ মাদক ব্যবসায়িকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করে। একারণে ক্ষুব্ধ মাদক ব্যবসায়িরা তাকে হত্যা করে থাকতে পারে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কার কী কারণে হত্যাকান্ডটি ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৯ জানুয়ারি, ২০১৯, ৮:০৬ এএম says : 0
    পুলিশ পুলিশ পুলিশ...... তাদের (পুলিশের) সোর্স এটা প্রকাশ পায় কিভাবে সেটা কি একটা প্রশ্নের সৃষ্টি করে না কি??? আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রায় পড়ে থাকি পুলিশের সোর্স নিহত। এখন এই সোর্স কখন নিহত হয় এটাও একটা প্রশ্ন নয় কি?? অনেক সময় দেখা যায় সোর্স ঠিকমত যেভাবে খবর আদান প্রদান করছিল সেটা কমে যাওয়াতে পুলিশের আয় কমেও কমে যায়, এরপর একদিন শুনা যায় সোর্স নিহত??? আবার নতুন সোর্স নিয়োগ নতুন কায়দায় পকেট বানিজ্য এসব সোর্সের মাধ্যমেই হয়ে থাকে বলে জানা যায় বা বুঝা যায়। কাজেই সোর্স নিহত হলে এর তদন্ত বেশী দূর গড়ায় না ফাইল ক্লোজ...... সমাজের লোকজন কিংবা মানবাধিকার সংগঠন এসব নিয়ে কোন গবেষনাও করেন না তারা ভাবেন আপদ বিদায় নিয়েছে বাচা গেছে!!! অনেকে বলে থাকেন এটাও পুলিশ...... পুলিশ...... পুলিশ......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ