পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকার গঠনের পর আবারো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন আজ রোববার। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচির তালিকা এ তথ্য জানানো হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে চিঠি দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনে কাজের গতিবৃদ্ধি ও দিক নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানান রঙের তোরণ ব্যানার এবং দশ বছরের পুলিশ বাহিনীর উন্নয়ন চিত্র দিয়ে সাজানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরির্দশনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে পুলিশকে আরো বেশি ভূমিকা পালন করাসহ সাধারণ মানুষ যাতে পুলিশের হয়রানির শিকার না হয় সেই বিষয়ে দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী।এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করায় তাদের ধন্যবাদ জানাবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসবেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম এবং কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিদর্শন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে গত বৃহস্পতিবার সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
কার্যপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে পরির্দশনের সময় সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি নিদের্শনার বাস্তবায়ন অগ্রগতি, মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা, অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপনযোগ্য বিষয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দশ বছরের সাফল্য, চ্যালেঞ্জ ও কর্মপরিকল্পনা নিয়ে কর্মকতাদের সাথে আলোচনা করবেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেন শেখ হাসিনা। এই সরকারে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-মন্ত্রী রয়েছেন। ২০১৪ সালের ১৩ মার্চ স্বরাস্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় ৯ দফা নির্দেশনা দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।