পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হাইজ্যাক করেছে। তাদের ক্ষমতায় থাকার কোন বৈধতা নেই। বর্তমান সরকারকে দ্রুত ক্ষমতা থেকে সরে যেতে হবে। রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন করেছে। রাষ্ট্রকে হাইজ্যাক করে আওয়াামী লীগ এখন মানুষের ভোটের অধিকারও হাইজ্যাক করেছে। এটা সংবিধানের লঙ্ঘন। বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না। এটা কসম করে বলছি। মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত ক্ষমা থেকে সরে পড়ার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি বলেন, এ সরকার সংবিধান লঙ্ঘনকারী সরকার। তারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। ভোটের নামে যে প্রহসন করেছে তা দেশের মানুষ কিছুতেই মেনে নেবেনা। দেশে মানবাধিকার, আইনের শাসন সব কিছু আজ প্রশ্নের মুখে। এ অবস্থায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই পারে সব জুলুম নির্যাতন থেকে মুক্তি দিতে। তিনি বলেন, দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার যে অপচেষ্টা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
একাদশ সংসদ নির্বাচনে ঢাকা- ৬ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে গণফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।