Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিরো আলম হেলমেট ছাড়া মোটরসাইকেলে চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহন করায় হিরো আলমকে বহনকারী চালকের বিরুদ্ধে মামলাসহ জরিমানা করা হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও সিগন্যালে এ ঘটনা ঘটে। ট্রাফিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন হিরো আলম। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। পরে ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা মোটরসাইকেলটি থামিয়ে চালককে মামলা ও জরিমানা করেন। জানা গেছে, বাইক চালককে ১২শ’ টাকার একটি মামলা দেওয়া হয়।
এ বিষয়ে হিরো আলম বলেন, মহাখালীতে আমার নতুন গানের শুটিং চলছে। সেখান থেকেই ফিরছিলাম। তাই হেলমেট পরার কোনো সুযোগ ছিল না। তিনি বলেন, এক ভক্ত তার বাইকে করে আমাকে নিয়ে যাচ্ছিলেন। তার কাছে হেলমেট না থাকায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ আমার ছবি ও ভিডিও ধারণ করে এবং চালককে ১২শ’ টাকার মামলা দেয়।



 

Show all comments
  • MAHMUD, FROM CHINA ১৮ জানুয়ারি, ২০১৯, ১:২২ পিএম says : 0
    Many thanks hero ALAM.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ