পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : আগামী বর্ষা মৌসুম ও রমজানের ঈদের আগেই দেশের সকল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক সংস্কার করে ঈদে ঘরমুখো মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়ক পরিদর্শন ও রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, ‘২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ ও দেশের সব মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। যার ফলে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি ঘটবে।’
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এই প্রথমবার জাতীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিভিন্ন গোষ্ঠী ও প্রার্থীদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কোথাও কোথাও নির্বাচন পরবর্তীতে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। যার পরিমাণ প্রথম দফার পর থেকেই কমে আসছে।’
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদসহ সড়ক পরিবহন ও সেতু বিভাগের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।