পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অনিয়ম দুর্নীতি তদন্ত পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় দুদক কুষ্টিয়ার উপ পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম পরিদর্শনে আসেন।
এ সময় তারা দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ স্থানীয় সাথে কথা বলেন এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে ভেঙ্গে দেখেন।
পরিদর্শন টিমে আরো ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান ।
এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মামলার বাদী মেরিনা জেবুন্নাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির প্রকৌশলী মাহবুবুর রহমান, বেনাপোল বন্দরের উদ্ভিদ সংনিরোধ কর্মকর্তা মো. ওয়াজেদ মিয়া, দর্শনা উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের কর্মকর্তা কামরুন্নাহার মিতা।
এদিকে গত শুক্রবার ৬ এপ্রিল এ ভবন নির্মাণে অনিয়ম নিয়ে দায়ের করা মামলায় প্রধান আসামি ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার ফার্মগেট মনিপুরীপাড়ার মেসার্স জয় ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মনি সিং কে গ্রেফতার করেছে দুদক ও র্যাব। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।