Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা শিল্পমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ৮:০৫ পিএম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার (১৪ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ ও এর অধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, সকলের সমবেত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের সকল টার্গেট নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে। সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নন, সেবক-এ কথাটি মনে রাখলে সকল কাজ সহজে সম্পাদন করা সম্ভব হবে। তিনি বলেন, জনগণকে দেয়া আমাদের অঙ্গীকারসমূহ পূরণ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিল্পখাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃজনসহ দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে। তিনি এ সময় চিনি শিল্প প্রতিষ্ঠানসমূহের উৎপাদন ক্ষমতার পূর্ণ প্রয়োগের আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের সম্পদ, দেশের সম্পদ। বন্ধ শিল্প কারখানাগুলো চালু করতে হবে এবং এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা নিতে হবে।



 

Show all comments
  • AKM islam ১৪ জানুয়ারি, ২০১৯, ১০:২৪ পিএম says : 0
    prottek office e ekti phone thaka dorkar jekhane office theke ber hober por e oi phone e call kore tar bepare songshisto kormochari ba officer er kajkormo obohito korano jay. Office e sobar nam ebong podobi soho card/name plate golay ba buke lagea rakte hobe. Jodi oi kormochari/kormokortar official phone thake ta hole oi phone number o oi name plate/ID te thaka dorkar rastay ba office er samne ke ki jonno darea ache/gura fera korche ta o todaroki kora dorkar. je e rastay ba jekhanei thakbe tar ID golay julano thakte hobe. kono obostay e ID chara office/becha kenar stane thaka jabe na eta security for all er jonno. prottek ward e kara rasta gat e chada tulse tader goponeo list police er kache dite hobe. ward commissioner sothik list dicchen kina tar sustu todaroki korte hobe. ward security r jonno volunteer rakhar bebosta kora jay. ward e kono kaj hole bokhate celera doure ase ebong taka dabi kore. oderke taka dileo kom dea hoeche bole ragaragi kore emon ki mordhor o kore. Ar taka na dile jiboner o humki dekhay. office er permission nea office er lok nea kaj korte geleo ei bokhate chelera care kore na. Onnodike office er lokra o beshi somoy thakte chay na baddho hoye ei bokhate chelederke chada dite hoy. ward commissioner er phone number ward er koyek stane lekhe rakha dorkar jate projon hole e bepare tar attention ana jay.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ