Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রেকর্ড চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন মন্ত্রিপরিষদের সকল সদস্য তার সঙ্গে থাকবেন।
প্রধানমন্ত্রী এ দিন সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের পথে রওনা হবেন এবং ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহাপাঠ ও তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। এ সময় সশস্ত্র বাহিনী আর্ড অব অনার প্রদান করবে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ১০ টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছাবেন। ১১ টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ১২ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১ টায় তিনি ঢাকা পৌছাবেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন বলেন, রেকর্ড ৪র্থ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে টুঙ্গিপাড়াবাসী আনন্দ উৎসব করছে। তারা প্রধানমন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় দোয়া ও প্রার্থনা করছেন। তারপর তিনি ৯ জানুয়ারী টুঙ্গিপাড়া আসছেন। এ খবরে টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামূল কবীর বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি চলছে। আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যও কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ