Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজব যাচাইয়ে র‌্যাবের ফেসবুক পেইজ-ডিজি র‌্যাব

৫৭ বিশেষ ক্যাম্প, ভোটের মাঠে ১০ হাজার সদস্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার ওয়ার্ল্ডে ভুয়া সংবাদ ও গুজব ঠেকাতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘র‌্যাব-সাইবার নিউজ ভেরিফিকেশন সেন্টার’ নামে নতুন একটি পেজ খোলা হয়েছে। যেখান থেকে যেকোনো তথ্যের সত্যতা যাচাই করা যাবে সহজেই। গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত জাতীয় নির্বাচনের নিরাপত্তা বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি আরো বলেন. নির্বাচনে সারাদেশে র‌্যাবের ৫৭টি ক্যাম্প ও ১০ হাজার সদস্য মোতায়েন করা হবে। দেশের কোথাও যদি কেউ সহিংসতা করার দুঃসাহস দেখায় সেটি প্রতিরোধে র‌্যাবের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। 

র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের যেকোনো প্রান্তে যেকোনো ধরনের সহিংসতা বা অন্য জরুরি প্রয়োজনে যেতে র‌্যাবের ২টি হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে দুটি হেলিকপ্টার ব্যবহারের অনুমতি নেয়া হয়েছে। এ ছাড়াও সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার স্ট্যান্ডবাই হিসেবে থাকবে। র‌্যাবের একটি স্পেশাল বাহিনী রয়েছে। প্রয়োজনে তারাও দেশের যে কোনো প্রান্তে ছুটে যাবে। গতকাল থেকে সারাদেশে র‌্যাব সদস্য মোতায়েন করা শুরু হয়েছে। এছাড়া আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। কোথাও ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটলে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অথবা গ্রাম বা শহরে যেকোনো জায়গায় অপরিচিত কাউকে দেখলে র‌্যাবকে জানানোর অনুরোধ জানান সংস্থাটির মহাপরিচালক।
তিনি বলেন, এক বছরে অবৈধ অস্ত্র ও জঙ্গিবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি। কালো টাকার বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করেছি। গত দুই মাস বা তারো বেশি সময় ধরে এসব গুজব প্রতিরোধে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করছে।
র‌্যাব মহাপরিচালক আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য র‌্যাবের সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। সবাইকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র‌্যাব সদস্যরা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। রিটার্নিং অফিসার বললে র‌্যাব সে অনুযায়ী কাজ করবে। কোনো বাহিনীর পরিচয় দাবি করে কেউ যদি কারও কাছ থেকে টাকা চায় তাহলে সঙ্গে সঙ্গে র‌্যাবকে জানানোর অনুরোধ জানান তিনি।
নির্বাচনে হামলার হুমকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকতে চাই, যাতে করে কেউ আমাদের সারপ্রাইজ করতে না পারে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আতঙ্কিত না হয়ে আমাদের ওপর আশ্বস্ত হতে পারেন।
মতিঝিলে একটি অফিস থেকে কালো টাকা উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। ওই অফিস থেকে দেড়শ’ কোটি টাকা ছড়ানোর রেকর্ড পেয়েছি, আরও আড়াইশ’ কোটি টাকা ছড়ানোর তথ্য পেয়েছি। যেহেতু মানি লন্ডারিংয়ের মামলা তাই এটি তদন্ত করবে সিআইডি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, তাদের রেজিস্টারে কিছু সাংকেতিক শব্দ পেয়েছি যেগুলো পাঠোদ্ধার করা হবে।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ