Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারদের সাথে কুশল বিনিময় করতে চান প্রার্থীগণ

নির্বাচনী প্রচারণা বন্ধ ঃ শেষ জুমায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ চলছে সারাদেশে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণাও আজ শুক্রবার সকাল ৮ টায় শেষ হয়েছে। শেষ সুযোগ হিসেবে অধিকাংশ প্রার্থীই আজ জুমার দিনটিকে কাজে লাগাতে চান। রাজধানীসহ সারাদেশের প্রার্থীগণ নির্বাচনী প্রচারণার সুযোগ না পেলেও বছরের শেষ ও নির্বাচনেরও আগে শেষ জুমায় মসজিদে মসজিদে গিয়ে নামাজ আদয় করে কৌশলগত ভাবে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে দোয়া চাইবেন। রাজধানীর একাধিক আসনের প্রার্থীদের দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে এমন আভাস পাওয়া গেছে।
ঢাকা-৫ আসনের নৌকা মার্কার প্রার্থী আলহাজ হাবিবুর রহমান মোল্লা মাতুয়াইলস্থ তার নিজ বাড়ীর জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে শেষ বারের মতো দোয়া চাইবেন । হাবিবুর রহমান মোল্লার পিএস জামাল উদ্দিন পাটোয়ারী ইনকিলাবকে এতথ্য জানান। ঢাকা-৪ আসনের লাঙ্গল মার্কার প্রার্থী সৈয়দ আবু হোসেন (বাবলা) আজ জুরাইন মাজার জামে মসজিদের জুমার নামাজ আদায় করে ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও ভোট চাইবেন বলে তার পিএস ডি কে সমির জানান।
ঢাকা-৪ আসনের হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, আজ শ্যামপুর বড়ইতলা বৃহৎ জামে মসজিদে তিনি খুৎবাহ দিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করবেন। তিনি বলেন, ঢাকা-৪ আসনে হাতপাখা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখিত আসন এলাকায় লাঙ্গল ও ধানের শীষ মার্কার পক্ষে তেমন প্রচারণা হয়নি বলেও আলহাজ মোসাদ্দেক বিল্লাহ দাবী করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ