পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেছেন, আমরা আশা করি সেনাবাহিনী অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কার্যকর ভূমিকা রাখবে। জনগণ নির্ভয়ে যাতে ভোট দিতে পারে সে পরিবেশ তারা সৃষ্টি করবে। সোমবার বিকালে পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, সত্তরের নির্বাচনে বিজয়ের পরও পাকিস্তানীরা তা মেনে নেয় নি। জনগণের ভোটাধিকার না দেয়ায় তখন স্বাধীনতার আন্দোলন শুরু হয়। এবারও সরকার জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়ার সকল আয়োজন করছে। তবে জনগণ ঐক্যবদ্ধ হলে সব বাধা উপেক্ষা করে অধিকার আদায় করা সম্ভব। যেমনটা একাত্তরে আমরা করেছি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট দিতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই স্বৈরাচারকে পতন করতে হবে।
সংবাদ সম্মেলনে ড. কামালের লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদুর রহমান মান্না। এতে সারাদেশে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের চিত্র তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, গণদলের গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।