Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

ছারছীনা থেকে মো দশমিক আবদুর রহমান : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ড, ছারছীনা শরীফ এর অধীন ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত ইফতা, দাওরায়ে হাদীসঃ(কামিল), উলা (ফাজিল), সুওম (আলিম), হাফতম (অষ্টম) ও দাহম (পঞ্চম) জামাত সমূহের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০১৮ইং গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। সকাল দশটায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন দীনিয়া মাদরাসা মুদীরদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে ইফতা বিভাগের পাশের হার ১০০শতাংশ, দাওরা হাদীসের পাশের হার ১০০শতাংশ উলা জামাতের পাশের হার ৯৬ দশমিক ১৫শতাংশ, সুওম জামাতের পাশের হার ১০০শতাংশ, হাফতম জামাতের পাশের হার ৯২ দশমিক ৩৯শতাংশ ও দাহম জামাতের পাশের হার ৯০ দশমিক ১৫শতাংশ। ইতোমধ্যে ফলাফলের কপি সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে ডাক যোগে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ওয়েব সাইড www.sarsinadarbarsharif.org.bd এ ফলাফল দেখা যাবে। সম্মিলিত মেধা তালিকায় ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত যথাক্রমে যারা রয়েছেন :
ইফতা বিভাগ: মো. বাহাউদ্দিন ১ম স্থান, হা. মো. আহমাদুল্লাহ ২য় স্থান, হা. মো. কামরুল ইসলাম ৩য় স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া ।
দাওরায়ে হাদীস : মোহাম্মদুল্লাহ আল হুসাইন ১ম স্থান, মো. সালাহ উদ্দিন ২য় স্থান, মো. মহিউদ্দিন হুসাইন ৩য় স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া।
জামাতে উলা : মো. মুহিব্বুল্লাহ ১ম স্থান, মো. অলিউল্লাহ ২য় স্থান, মো. গোলাম রাব্বি ঘরামী ৩য় স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া।
জামাতে সুওম : মো. মাহমুদুল হাসান ১ম স্থান, মো. মাহদী হাসান বুলবুল ২য় স্থান, মো. ইউশা ৩য় স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া।
জামাতে হাফতম (৮ম শ্রেণি)সম্মিলিত মেধা তালিকায় (১ম থেকে ১০ম স্থান) পর্যন্ত যারা রয়েছেন- মো. কামাল উদ্দিন ১ম স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, মো. কামরুল হাছান ২য় স্থান সোনাকান্দা জামেয়ায়ে শামসুল হুদা রহমানিয়া দীনিয়া মাদরাসা (কুমিল্লা), মো. হুসাইন ৩য় স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, মুহাম্মদ নাইমুল হাসান ৪র্থ স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, মো. মুরসালীন ইসলাম ৫ম স্থান দারুস্সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা, হাটচুনাখালী, আমতলী, বরগুনা, মো. আরিফ বিল্লাহ ৬ষ্ঠ স্থান দারুস্সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা, হাটচুনাখালী, আমতলী, বরগুনা, মো. আহমদ উল্লাহ ৭ম স্থান সোনাকান্দা জামেয়ায়ে শামসুল হুদা রহমানিয়া দীনিয়া মাদরাসা, মো. আশিকুল ইসলাম ৮ম স্থান সোনাকান্দা জামেয়ায়ে শামসুল হুদা রহমানিয়া দীনিয়া মাদরাসা, মো. আলী হাসান ৯ম স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, মো. দেলোয়ার হুসাইন ১০ম স্থান সোনাকান্দা জামেয়ায়ে শামসুল হুদা রহমানিয়া দীনিয়া মাদরাসা।
জামাতে দাহম (৫ম শ্রেণি) সম্মিলিত মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত যারা রয়েছেন-মো. কাউসার আলম ১ম স্থান বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসা (কুমিল্লা), মো. মিজানুর রহমান ২য় স্থান বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসা (কুমিল্লা), মো. ইউনুছ ৩য় স্থান বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসা (কুমিল্লা), মো. আল ইমরান আল হিযবুল্লাহ ৪র্থ স্থান আমড়াগাছিয়া দারুস্সুন্নাত ছালেহীয়া দীনিয়া কমপ্লেক্স, মো. আবু আনাছ ৫ম স্থান বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসা (কুমিল্লা), মো. মারূফ বিল্লাহ ৬ষ্ঠ স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, মো. ইমরান মাহমুদ ৭ম স্থান আমিরাবাদ দারুস্সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা (কলাপাড়া, পটুয়াখালী), মো. ওমর ফারূক ৮ম স্থান বসন্তপুর দারুস্সুন্নাত মোহেব্বীয়া দীনিয়া মাদরাসা (কুমিল্লা), মো. এরশাদুল হক ৯ম স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া, মো. হাবিবুল্লাহ বিশ্বাস ১০ম স্থান ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া।
উল্লেখ্য যে, বাংলাদেশের অধিকাংশ মাদরাসায় আকীদা, এলমী ও আমলী অবনতির প্রেক্ষিতে ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা মুজাদ্দেদে যামান হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) ছারছীনা শরীফের পুরাতন মাদরাসার নব নির্মিত ভবনে কাদীম নেছাবের একটি মাদরাসা ১৯৮৫ইং সনে প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ইং সনে উহাকে দীনিয়া নামে বর্তমান হযরত পীর ছাহেব কেবলা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) ব্যাপকতা প্রদান করেন এবং ২০০৫ইং সনে বাংলাদেশ দীনিয়া মাদরাসা বোর্ড প্রতিষ্ঠা করেন। শুরু হয় সারা দেশে দীনিয়া নেসাবে মাদরাসা প্রতিষ্ঠার আন্দোলন। এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে প্রায় তিন হাজারেরও বেশি দীনিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাতে প্রায় লক্ষাধিক ছাত্র অধ্যায়নরত আছে।



 

Show all comments
  • Abul Hasan ২৭ ডিসেম্বর, ২০২১, ৪:১৬ পিএম says : 0
    ছারছীনা মাদ্রাসার জামাতে দাহমের রিজাল 2021
    Total Reply(0) Reply
  • Md rauful islam ৪ জানুয়ারি, ২০২২, ৮:০১ এএম says : 0
    Daham
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ