Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটু ভুলেই লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে -ইসি সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ২:০৬ পিএম
একটু ভুলেই ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত পাঠাতে গিয়ে অস্থিরতায় ভূগবেন না। কেননা একটু ভুলের কারণে কিন্তু এলাকাতে লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে।
 
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। 
 
ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়ার বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেছে ইটিআই।  
 
প্রশিক্ষণ কর্মশালায় সিইসি, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে ফলাফল পাঠাবেন। দেখবেন, যাতে পরিসংখ্যানগত কোনো ভুল না হয়। তা না হলে আপনার একটু ভুলের কারণে কিন্তু এলাকাতে লঙ্কাকাণ্ড ঘটে যেতে পারে। 
 
‘ফলাফল পাঠানোর সময় যাতে কোনো ভুল না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। যতদ্রুত সম্ভব আপনারা এটি আমাদের কাছে পাঠাবেন। দ্রুতগতিতে পাঠাতে গিয়ে আপনারা আবার অস্থিরতায় ভুগবেন না। ঠাণ্ডা মাথায়, সুস্থিরভাবে করবেন। কারণ নির্বাচনের দিন উত্তেজনা থাকে, হৈ হুল্লোড় থাকে। সেগুলো মাথা থেকে ফেলে দিয়ে আপনার কাজ আপনি করবেন।’ 
 
বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো বিপুল সংখ্যক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ