Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সারা দেশে নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে -সিইসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩০ এএম

সারা দেশে নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে নির্বাচনের দিন দায়িত্বপালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা প্রত্যক্ষ করছি, সারা দেশে নির্বাচনের সুবাতাস বইছে, অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। তারা তাদের কর্মকাণ্ড সভা-মিছিল করে যাচ্ছেন। ভোটারদের কাছে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। দেশব্যাপী এটি হচ্ছে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। ভোট নির্বাচন কমিশনের কাছে আমানত। সেই আমানত বা ভোটের ফলাফল আপনাদের হাতে যাবে বিশ্লেষণ ও বিতরণ করার জন্য। সুতারাং বছরব্যাপী পরিশ্রমের ফসল আপনাদের হাতে চলে যাবে। এই ফসল যাতে কোনো রকম ভুলত্রুটির মাধ্যমে প্রার্থীদের অবস্থানের ব্যাঘাত না ঘটে। তাই সর্তক থাকতে হবে। আমাদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা সর্তকতার সহিত পালন করতে হবে।’

নির্বাচনী দায়িত্ব আমরা ইতিমধ্যে ভাগ করে দিয়েছি। নির্বাচন কমিশনের ক্ষমতা বিকেন্দ্রিকরণ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের মূল দায়িত্ব প্রিজাইডিং অফিসারের। কারণ কেন্দ্র থেকে আমরা ফলাফল সংগ্রহ করি। প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনে না দিয়ে রিটার্নিং অফিসার, নির্বাচনী তদন্ত কমিটিসহ সংশ্লিষ্টদের কাছে দেওয়ার জন্য আহ্বান জানান সিইসি।

এ সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Mostafa Kamal ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:১৬ পিএম says : 0
    How to you talk too much false? 90% are false. Fear to Allah. One day you have to answer this.
    Total Reply(0) Reply
  • রুবেল ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:৩১ পিএম says : 0
    সিইসি কে এম নূরুল হুদা স্যার,আর কত -----++-- করবেন৷ আল্লাহকে ভয় করেন একদিন এসবো কিছুর হিসাব দিতে হবে৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ