Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি নিরপেক্ষ মাঠ তৈরিতে ব্যর্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম



‘কেবলমাত্র ব্যক্তি বা গদির পরিবর্তন নয় নীতি ও ব্যবস্থার পরিবর্তন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বাম গণতান্ত্রিক জোটের পার্থীদের পক্ষ্যে প্রচারণা চালিয়েছেন সিপিবির সভাপতি মজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। ঢাকা-৮ আসনের বাম গণতান্ত্রিক জোট প্রার্থী প্রকৌশলী শম্পা বসুর নির্বাচনী প্রচারণায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ মাঠ তৈরিতে ব্যর্থ।
ঢাকা-৭ আসনের বাসদ ও বাম জোটের প্রার্থী খালেকুজ্জামান লিপন লালবাগ, বংশাল, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট-ভাষানকেট) আসনের বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোট প্রার্থী এস. এম. আহসান হাবিব বুলবুলের সমর্থনে বারিধারা জে বøক, কালাচাঁদপুর এলাকায় গণসংযোগ করেন।
এ সময় বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সম্পাদকীয় মন্ডলীর সদস্য রুহিন হসোন প্রিন্স, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, সিপিবি নারী সেলের আহŸায়ক ল²ী চত্রবর্তী, বাসদ ঢাকা নগরের সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ