Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হাফিজ ভোলাকে অশান্ত করতে চায় -ভোলায় তোফায়েল আহমেদ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে রোববার বিকাল ৫টায় ভোলা বাংলা স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতার জনক। আর ড. কামাল হোসেন তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি গতকাল স্বাধীনতাবিরোধী খালেদা-নিজামীদের সাথে হাত মিলিয়ে স্বাধীনতার সাথে বেঈমানী করেছেন। তারা নাকি বলেন তারা আমাদের দেখিয়ে দিবেন। দেখার দিন শেষ। সে দিন আর নেই। তিনি বলেন, বিজয়ের এ মাসে আগামী নির্বাচনে ভোলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে ভোলার ৪টি আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে। আ.লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। ভোলা ছিল শান্তির শহর। আজ ঐ মেজর হাফিজ ও হাফিজ ইব্রাহিম দুই সন্ত্রাসী ভোলায় এসে ভোলাকে অশান্ত করতে চায়। বিজয়ের এ দিনে আমার একটি স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করে যাওয়া। তাই আমি শুধু নৌকা মার্কার ভোট চাই না ভোলার উন্নয়নে সকল দলের ভোট চাই। আরো বক্তব্য রাখেন জেলা আ›লীগ নেতা নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদের চেয়ারম্যন মোশারফ হোসেন, পৌরমেয়র মনিরুজ্জামান, পৌরসভা আ.লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ