Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা শুরু

ইয়াছিন রানা, কোটালীপাড়া, গোপালগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৫ পিএম

শুরু হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা।
বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়। ২ টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়।
এর আগে দুপুর ১২ টা থেকেই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। ১টার দিকে পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কোটালীপাড়া আওয়ামী লীগের সভাপতি বাবু জয় ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত অাছেন, দলের সভাপতিমণ্ডলীর সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, কর্ণেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, জেলার সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ