পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উৎপাদনশীলতার সাথে কোয়ালিটি শব্দটি অঙ্গাআঙ্গিভাবে জড়িত। কোয়ালিটি বা মান বৃদ্ধির জন্য একই সাথে গুণগত মানের পণ্য, দক্ষ মানবসম্পদ ও কোয়ালিটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। পাশাপাশি এই তিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানসহ ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেয়া হয়।
শিল্পমন্ত্রী জানান প্রতিবছর শ্রেষ্ঠ শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে জাতীয়ভাবে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এনপিও ৬টি ক্যাটাগরিতে এবার ১৬ প্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে পুরস্কৃত করছে। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এনপিওর পরিচালক এসএম আশরাফুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।