Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

২০২১-২০২২ অর্থবছরে ভ্যাট আইন কার্যকর : অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী ২০২১-২০২২ অর্থবছর থেকে ভ্যাট আইন কার্যকর করা হবে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ৯টিসহ সারাদেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান। এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। এর আগে সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন প্রাঙ্গণে মো. মোশাররফ হোসেন ভূইয়া সপ্তাহের উদ্বোধন করেন। ‘ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনীতে চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের একটি উল্লেখযোগ্য অংশ ভ্যাট (মূল্য সংযোজন কর)। মোট রাজস্ব আদায়ের ৩৭-৩৮ ভাগ আসে এ খাত থেকে। তিনি বলেন, ব্যবসায়ীরা জনগণের কাছ থেকে যে ভ্যাট আদায় করছেন, সেটিও যদি সঠিকভাবে সরকারের কোষাগারে জমা হয়, তাহলেও আরও বেশি রাজস্ব আসার কথা। এজন্য এনবিআরের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানান তিনি। চেয়ারম্যান বলেন, আমাদের ডিপার্টমেন্টগুলোকে অটোমেশন করে ফেলা জরুরি। বিষয়টি প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ