Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিরাপদ প্রজনন স্বাস্থ্যে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দেশের মোট জনসংখ্যার বড় অংশই কিশোর-কিশোরী ও তরুণ। কিন্তু এদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় শিক্ষা, তথ্য ও পরামর্শের অভাব রয়েছে। আর কিশোর-কিশোরী ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় গণমাধ্যম বলিষ্ট ভূমিকা রাখতে পারে। যাতে তারা পরিকল্পিত জীবন গঠনের জন্য তৈরী হতে পারে। একই সঙ্গে এই জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে সব গণমাধ্যম ভূমিকা রাখবে তাদেরকে উৎসাহিত করতে পুরস্কৃত করা হবে। ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মিডিয়াকর্মীদের সাথে পরামর্শ সভা গতকাল রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ইউনাইটেড ফর বডি রাইটস বাংলাদেশ এ্যালায়েন্স (ইউবিআর) ও আরএইচআরএন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেদারল্যান্ড এ্যাম্বাসির মাসফিকা জামান সাতিয়ার, রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এ্যান্ড এডুকেশন প্রোগ্রামের (আরএইচএসটিইপি) নির্বাহী পরিচালক কাজী সুরাইয়া সুলতানা, ইউবিআর’র প্রকল্প পরিচালক শারমিন ফারহাত উবাইদ, আরএইচএসটিইপি’র উপ-পরিচালক ড. এলভিনা মোস্তারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ