Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেঁটে বাত নিয়ন্ত্রণ রাখা সম্ভব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে জানিয়েছেন প্রফেসর ডা. তসলিম উদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. তসলিম উদ্দিন বলেন, গেঁটে বাত শরীরের জয়েন্ট বা গিরার প্রদাহজনিত রোগ। যেকোনও বয়সের মানুষের মধ্যে এ রোগ বেশি হয়। সাধারণত নারীদের এই রোগ বেশি দেখা যায়। ধূমপায়ীদেরও এই রোগ হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। গতকাল এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। হেলথ রিপোর্টার্স ফোরাম ও হেলথ কেয়ার বায়োটেক এর সহযোগিতায় বিএসএমএমইউ’র রিউমাটোলজী বিভাগ এই আয়োজন করে। বিএসএমএমইউ’র ডা. মিল্টন হলে এই মতবিনিময় সভার গেঁটে বাত রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চিকিৎসকেরা।

ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রফেসর ডা. শামসুন নাহার বলেন, ‘নারীরা যদি এই রোগ থেকে সুস্থ থাকতে চান, সংসারের কাজ শেষে অবশ্যই দিনে ৪০ মিনিট হাঁটবেন। এই হাঁটা আপনাকে সুস্থ রাখবে। এটা করলে ডায়াবেটিস বা আথ্রাইটিস কোনও রোগই আপনার কাছে আসবে না।’
রিউমাটোলজি রিহ্যাবিলিটেশন ক্লিনিকের সহযোগী অধ্যাপক ও সমন্বয়ক ডা. মশিউর রহমান খসরু বলেন, ‘দেশের প্রায় দশমিক সাত ভাগ রোগী এই রোগে আক্রান্ত। ধারণা করা হয়, দেশের ১৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত। আর পৃথিবীর জনসংখ্যার ১ ভাগ এই রোগে আক্রান্ত।’ একই সঙ্গে প্রতি মঙ্গলবার সকাল ১০টায় বিএসএমএমইউ’র রিহ্যাবিলিটেশন ক্লিনিকে রোগীদের সেবা দেওয়া হয়।
এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ডা. একেএম সালেক, প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান খান, প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্রফেসর ডা. মো. শহীদুর রহমান, প্রফেসর ডা. এমএ শাকুর, প্রফেসর ডা. মো. আহসান উল্লাহ, ডা. মো. আলী ইমরান, ডা. বদরুন্নেসা আহমেদ, ডা. মো. তরিকুল ইসলাম প্রমুখ।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ