Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্লক মার্কেটে ২৮ প্রতিষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৮ প্রতিষ্ঠান ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৩২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা কম। আগের সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয় ১০৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল, লাফার্জহোলসিম, এমএল ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, আমান ফিড, ভিএফএস থ্রেড ডাইং, খুলনা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ঢাকা ইন্স্যুরেন্স, গ্লø্যাক্সোস্মিথক্লাইন, মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সায়হাম টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, গ্রামীণফোন, অ্যাডভেন্ট ফার্মা, ওয়াটা কেমিক্যাল, কুইনসাউথ টেক্সটাইল, আমান কটন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা ও কাট্টালি টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনিক হোটেলের। কোম্পানিটির ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ