Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লড়াই নতুন দুই হেভিওয়েটের

কিশোরগঞ্জ-২

খন্দকার আছাদুজ্জামান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) থেকে | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কিশোরগঞ্জ- ২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে ভোটযুদ্ধের মাঠে নতুন দুই হেভিওয়েট নেতাকে নিয়ে সর্বত্র চলছে আলোচনা। বিশেষ করে সন্ধ্যার পর বাজারে চায়ের দোকানে বসে জমজমাট আড্ডা। এই দুই হেভিওয়েট প্রার্থী হচ্ছেন- পুলিশের সাবেক আইজি, সচিব ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং বিএনপির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ মো. শহীদুজ্জামান কাকন। গত রোববার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এ আসনে ঋণ খেলাপি হওয়ায় বিএনপির এক নম্বর প্রার্থী সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে আসনটি বিএনপি তথা ঐক্যফ্রন্টের একক প্রার্থী রইলেন অর্থনীতিবিদ মো. শহীদুজ্জামান কাকন। কিশোরগঞ্জ জেলার মর্যাদাপূর্ণ এ আসনটিতে আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থীই নতুন। জীবনে প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা।
আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের জাসদ ছাত্রলীগের ভিপি ছিলেন। এরপর তিনি বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে এএসপি হিসাবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে নূর মোহাম্মদ পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদ মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। পুলিশের পোশাক ছেড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর তিনি গত দুই বছর ধরে নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিয়ে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে বিএনপির প্রার্থী অর্থনীতিবিদ মো. শহীদুজ্জামান কাকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের ছাত্রদলের সাবেক ভিপি ও হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সাবেক এমপি মো. নূরুজ্জামান চাঁন মিয়ার ছেলে। তার দাদা অ্যাডাভোকেট মো. মোসলেহ উদ্দিন ছিলেন পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শহীদুজ্জামান কাকন গত কাউন্সিলে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। তার আগে থেকে তিনি এলাকায় বিএনপির বিভিন্ন কর্মকান্ডে সক্রিয়ভাবে এলাকায় সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। দাদা ও পিতার জনপ্রিয়তা এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সামনে নিয়ে ভোটের মাঠে নেমেছেন শহীদুজ্জামান কাকন। নতুন দুই হেভিওয়েট প্রার্থীকে ঘিরে ভোটারদের মাঝে বিশেষ করে তরুনদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বর্তমানে যেভাবে আলোচনা চলছে তাতে একটি বিষয় পরিষ্কার লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। তবে জয়ের মালা ভোটাররা কার গলায় পরাবেন সে কথা বলা খুবই দূরহ। তাছাড়া ভোটযুদ্ধে আসল খেলা দেখাবেন নতুন ভোটররা। ফলে প্রচার-প্রচারণায় থাকবে টানটান উত্তেজনা। এ আসনটিতে জাকের পার্টির আবদুল জব্বারও প্রার্থী হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ