পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কানাডার টরেন্টোয় বাংলাদেশের নতুন কনস্যুলেট জেনারেল অফিস চালু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
জানা গেছে, কানাডার টরেন্টোয় বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। সে কারণে সেখানে একটি কনস্যুলেট অফিস স্থাপনের দাবি করে আসছিলেন কানাডা প্রবাসীরা।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই কনস্যুলেট অফিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কানাডার অন্টারিও, স্যাসকাচুয়ান, ব্রিটিশ কলোম্বিয়া, আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশ এই নতুন কনস্যুলেট অফিসের আওতায় থাকবে।
টরন্টোর কনস্যুলেট অফিসের ঠিকানা- ১৫০৫-২২৩৫ শেপার্ড অ্যাভিনিউ ইস্ট, অ্যাটরিয়া টু, টরোন্টো, অন্টারিও এমটুজে ফাইভ বি ফাইভ, কানাডা। সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, কানাডার অটোয়ায় বাংলাদেশের হাইকমিশন রয়েছে। অটোয়া থেকে প্রায় সাড়ে ৪শ’ কিলোমিটার দূরে টরেন্টোয় এই কনস্যুলেট অফিস খোলা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।