Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের হেভিওয়েট প্রার্থী যেসব আসনে

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আওয়ামী লীগ ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থী দিয়েছে। এর মধ্যে ১৭টি আসনে দু’জন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে দলের হেভিওয়েট প্রার্থীদের সবাই ঢাকার বাইরে থেকে মনোনয়ন পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করছেন দুটি আসনে। এগুলো হচ্ছে- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পেয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে। দলের উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা-১ থেকে, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি-২ থেকে। দলের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে ফরিদপুর-২ আসনে সাজেদা চৌধুরী, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-১ আসনে লে. কর্নেল (অব.) ফারুক খান, টাঙ্গাইল-১ আসনে ড. আবদুর রাজ্জাক, ফরিদপুর-৪ আসনে কাজী জাফরউল্লাহ, কুমিল্লা-৫ আসনে অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, শেরপুর-৩ আসনে বেগম মতিয়া চৌধুরী, সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী পরিষদ সদস্যদের মধ্যে ফরিদপুর-৩ আসনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-১১ আসনে রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী আনিসুল হক, চট্টগ্রাম-১ থেকে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার  মোশাররফ হোসেন, ঢাকা-৩ আসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), মাদারীপুর-২ আসনে নৌমন্ত্রী শাজাহান খান, সুনামগঞ্জ-৩ আসনে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, লক্ষীপুর-৩ আসনে বিমানমন্ত্রী একেএম শাজাহান কামাল, চাঁদপুর-২ আসনে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা-৩ আসনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দিনাজপুর-৪ আসনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রাজশাহী-৫ আসনে শাহরিয়ার আলম, দিনাজপুর-৫ আসনে গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, নীলফামারী-২ আসনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, পাবনা-৪ আসনে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, যশোর-৬ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, বীরেন শিকদার (মাগুরা-২), সিরাজগঞ্জ-১ আসনে মোহাম্মদ নাসিম, নাটোর-৩ আসনে অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ কুষ্টিয়া-৩ এবং ডা. দীপু মণি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী, জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্ট্রগাম-৯ আসনে ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল, শরিয়তপুর-২ আসনে এনামুল হক শামীম। চট্ট্রগাম-৭ আসনে প্রচার-প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, রংপুর-৫ আসনে এইচএন আশিকুর রহমান, পিরোজপুর-৩ আসনে আইন সম্পাদক শ ম রেজাউল করিম, নেত্রকোনা-৩ আসনে সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল মনোনয়ন পেয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসনে, প্রধানমন্ত্রীর এপিস-২ সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন।
এছাড়া একেএম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), নূর-ই-আলম চৌধুরী লিটন (মাদারীপুর-১),  আ ক ম বাহাউদ্দিন বাহার (কুমিল্লা-৬), ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), আবদুল মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), শেখ হেলাল উদ্দিন (বাগেরহাট-১), আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১) আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়বেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ