Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধের কাঁচামাল উৎপাদনে যৌথ বিনিয়োগের সূচনা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং ইউনান-বাংলা বিজনেস ইনফরমেশন কনসালটেশন কোম্পানী লিমিটেডের যৌথ উদ্যোগে সম্প্রতি চীনের গুরুত্বপূর্ণ তিনটি প্রদেশে ‘চীন-বাংলাদেশ এপিআই ( ওষুধ শিল্পের কাঁচামাল) শিল্পের উন্নয়ন ও সম্প্রসারনে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ও চীনের ওষুধ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ বিকাশে পারস্পরিক সহযোগিতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনার ছাড়াও বিজনেস টু বিজনেস মিটিং এবং ওষুধ শিল্পের কাঁচামাল কারখানা পরিদর্শনের সুযোগ এপিআই শিল্পের জন্য কারিগরী ও যৌথ উদ্যোগ সৃষ্টিতে সহায়তা করবে। সেমিনারে বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৫টি ওষুধ কোম্পানী ও চীনের শীর্ষস্থানীয় ৩০টি ওষুধ কোম্পানী যৌথভাবে অংশগ্রহণ ও মতামত আদান প্রদান করেছেন। বাংলাদেশের প্রতিনিধিদলের পক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান নেতৃত্ব দেন। এছাড়াও বোহাই নতুন শিল্পপার্ক এলাকার ব্যবস্থাপনা পরিচালক ও পার্টি সেক্রেটারী লু সিটং এবং চীনে নিযুক্ত বাংলাদেশ সরকারের বাণিজ্যিক প্রতিনিধি মো. মাহফুজুল আলম খান উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ও সংশ্লিষ্ট সরকারের পক্ষ থেকে যাবতীয় সুযোগ-সুবিধার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ