Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাভেল এজেন্সির আয়ে ভ্যাট অব্যাহতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উড়োজাহাজ যাত্রীদের টিকেটিংয়ের সেবায় নিয়োজিত ট্রাভেল এজেন্টদের কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। ট্রাভেল এজেন্সিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবি আর।
এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত এসআরওতে বলা হয়, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১-এর ১৪ ধারার উপধারা ১-এর ক্ষমতাবলে এনবিআরের এসআরও ১৬৭, আইন ২০১৮/৭৯০-মূসক সংশোধন করা হলো। এর মাধ্যমে মূসক অব্যাহতির তালিকায় ট্রাভেল এজেন্সিকে যুক্ত করা হলো।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০০৯-১৫ সাল পর্যন্ত ট্রাভেল এজেন্সির কমিশনের ওপর ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ খাতে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়। সারা দেশে তিন হাজারের বেশি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি থেকে ভ্যাট আদায়ের উদ্যোগও নেয়া হয়। তবে সরকারের কাছে আবারো অব্যাহতির আবেদন করে ভ্যাট দেয়া থেকে বিরত থাকে প্রতিষ্ঠানগুলো। এনবিআরের পক্ষ থেকে ভ্যাট আদায়ের প্রচেষ্টা থাকলেও সরকারের নির্দেশে আবারো অব্যাহতি দেয়া হয়েছে।
জানা গেছে, কমিশনের ভিত্তিতে কোনো যাত্রী পরিবহন প্রতিষ্ঠানের পক্ষে যাত্রীদের কাছ থেকে যাতায়াতের জন্য টিকিট বিক্রির কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের ওপরও ভ্যাট প্রযোজ্য। ২০০৯ সালে জনশক্তি রফতানি কমে যাওয়ায় এ খাতে ভ্যাট অব্যাহতি দেয় সরকার। তবে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আবারো তা আরোপ করা হয়। টিকিট বিক্রির বিপরীতে এয়ারলাইনসগুলো থেকে ৭ শতাংশ হারে কমিশন পায় ট্রাভেল এজেন্সিগুলো। এনবি আরের তথ্যমতে, সারা দেশে তিন হাজারের বেশি ট্রাভেল এজেন্সি রয়েছে। তবে সর্বশেষ অর্থবছরে এর অধিকাংশ প্রতিষ্ঠানই ভ্যাট দেয়নি। যাত্রীদের টিকিট মূল্যের ওপর এয়ারলাইনস কোম্পানিগুলো একবার ভ্যাট ও কর পরিশোধ করায় এজেন্সির আয়ে ভ্যাট হবে না উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর কাছে আবেদন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ