পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুইজারল্যান্ড-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনে সুইজারল্যান্ড দূতাবাস ঢাকায় সুইস নাইট পালন করেছে। গতকাল শুক্রবার ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে আয়োজিত এ সুইস নাইটে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টাইন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই সুইজারল্যান্ড দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুইস দূতাবাস পুরস্কার। চলমান রোহিঙ্গা শরণার্থী সংকটে মানবিক সহায়তা প্রদানে বিশেষ ভূমিকার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. পুচাওনু-কে সম্মাননা ও অভিনন্দন জানিয়ে সুইস দূতাবাস এ পুরস্কার প্রদান করে।
অনুষ্ঠানে অতিথিদের সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এবং আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি সঙ্গীত শিল্পী আরমিন মুসার সঙ্গীত উপভোগ করেন।
অনুষ্ঠানে সিনিয়র কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী স¤প্রদায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশে বসবাসকারী সুইস নাগরিকরা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।