Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গণফোরামের প্রার্থী বাছাই শুরু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ৯:০০ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী বাছাই করছে গণফোরাম। দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার ইতোমধ্যে দলটি শুরু করেছে। সন্ধ্যার পর থেকে বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় পার্লামেন্টারী বোর্ড এই সাক্ষাৎকার নিচ্ছেন বলে ইনকিলাবকে জানিয়েন গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক।
তিনি বলেন, গণফোরামে যারা মনোনয়ন পেতে ইচ্ছুক তারা সারাদেশ থেকে আসছেন। আজ (রোববার) এবং আগামীকাল বিকাল ৩টা থেকে গণফোরাম কর্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত করে তা ঐক্যফ্রন্টের কাছে জমা দেয়া হবে। ড. কামাল হোসেনের সভাপতিত্বে পার্লামেন্টারী বোর্ড এই সাক্ষাৎকার নিচ্ছেন। পার্লামেন্টারী বোর্ডের সদস্যরা হলেন, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম কামাল, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ। গণফোরাম নির্বাচন কমিশনের নিবন্ধিত দল। তার নির্বাচনী প্রতীক ‘উদীয়মান সূর্য’।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম ছাড়াও বিএনপিসহ অন্যান্যরা দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি ও গণফোরাম ছাড়া রয়েছে জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়া।



 

Show all comments
  • শওকত আকবর ১১ নভেম্বর, ২০১৮, ১০:৩৫ পিএম says : 0
    ঋন খেলাপী বিলখেলাপী আর কালো টাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষনা করো | এ দাবীর স্বপখ্খে এক সমায় বহু আন্দলন সংগ্রাম আমরা করেছি | ঋন খেলাপী বিলখেলাপী নির্বাচনে অযোগ্য হলেও , কালো টাকার মালিকরা থেকে যায় ধরা ছোয়াঁর বাইরে | তাই আপনাদের দল জোট ফ্রন্ট এর মধ্যে যেনো কোন কালো টাকার মালিকদের মনোনায়ন দিবেননা | এই দাবী শুধু আপনাদের খেত্রেইনা , আওয়ামী লীগ সহ মহাজোটের প্রতি ও | আমরা জনপ্রতিনীধী চাই সাদা মনের মানুষ। সকলেরই মনে রাখা উচিৎ খমোতার উৎস কিন্তু জনগন ||
    Total Reply(0) Reply
  • মো : সোহেল হোসেন ১১ নভেম্বর, ২০১৮, ১১:১১ পিএম says : 0
    ড : কামাল হোসেন স্যার, বাংলাদেশ এর এই রাজনীতির সংকটময় মুহূর্তে,আপনার পদচারনা কে অন্তর এর অন্তরস্থল থেকে,শ্ৰদ্ধা,অভিনন্ধন ও সালাম।আপনার সাথে যারা আছেন তাদের প্রতিও গভীর ভালোবাসা।একটা কথা না বলে পারছিনা। আমার বিশ্বাস আগেই জন্মেছে যে ডঃ কামাল হোসেন স্যার যখন আসছেন একটা কিছু হবে ইনশাহআল্লাহ। আমি বিশ্বাস করি বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে,শ্রাদ্ধা করে ভালোবাসে।বাংলাদেশ কে জন্ম দেয়ার জন্য যে সকল মহান বীর মুক্তিযোদ্ধা এখনো ও জীবিত আছেন নিশ্চয় আপনি অন্যতম একজন,তাই গণতন্ত্রের এই সংকটময় মুহুর্থে আপনাকে ই বিরাট এক ভূমিকা পালন করতে হবে.এবং আপনার সাথে যারা আছেন তাদেরকে ও, বিশেষ করে,আঃ সা ম আব্দুর রব ,বঙ্গবীর কাদের সিদ্দিক স্যার ,মাহমুদুর রহমান মান্না স্যার ও আরো অনেকে এরা দেশের গর্ব। গণতন্ত্রের পুনরুদ্ধার,ভভিষ্যৎ প্রজন্ম কে সঠিক গণতন্ত্র সম্পর্খে জানানো ও একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন।যেখানে মানুষের স্বাধীনতা নেই,বাক স্বাধীনতা নেই.পুরোপুরি গণতন্ত্র হয়েছে এক দলীয় তন্ত্র,তাই এই মুহুর্থে আপনি যোগ্য প্রাথী বাছাই করে তালিকা চূড়ান্ত করুন সব জেলায় সমাবেশ করুন,ক্ষমতাসীন দলের ক্ষমতায় থাকার অপকৌশল গুলো জনগণ কে অবহিত করুন।স্যার মনে রাখবেন সব মিডিয়া ক্ষমতাসীন দল শক্ত হাতে দমন করে রেখেছে।তাই আপনি এবং আপনার সাথে যারা আছেন তাদের নিয়ে সরাসরি সমাবেশ করুন।পত্রিকা বা টিভি চ্যানেল আপনার কথা বলবে না.মাঠে নামুন জনগনের ভালোবাসা আপাদের সাথে আছে। জয় নিশ্চই আসবেই আসবে।আপনার দীর্ঘ আয়ু কামনায় মো : সোহেল হোসেন
    Total Reply(0) Reply
  • bodiur ১২ নভেম্বর, ২০১৮, ৭:৪৯ এএম says : 0
    i am more than happy and highly appreciated bellow command ড : কামাল হোসেন স্যার, বাংলাদেশ এর এই রাজনীতির সংকটময় মুহূর্তে,আপনার পদচারনা কে অন্তর এর অন্তরস্থল থেকে,শ্ৰদ্ধা,অভিনন্ধন ও সালাম।আপনার সাথে যারা আছেন তাদের প্রতিও গভীর ভালোবাসা।একটা কথা না বলে পারছিনা। আমার বিশ্বাস আগেই জন্মেছে যে ডঃ কামাল হোসেন স্যার যখন আসছেন একটা কিছু হবে ইনশাহআল্লাহ। আমি বিশ্বাস করি বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করে,শ্রাদ্ধা করে ভালোবাসে।বাংলাদেশ কে জন্ম দেয়ার জন্য যে সকল মহান বীর মুক্তিযোদ্ধা এখনো ও জীবিত আছেন নিশ্চয় আপনি অন্যতম একজন,তাই গণতন্ত্রের এই সংকটময় মুহুর্থে আপনাকে ই বিরাট এক ভূমিকা পালন করতে হবে.এবং আপনার সাথে যারা আছেন তাদেরকে ও, বিশেষ করে,আঃ সা ম আব্দুর রব ,বঙ্গবীর কাদের সিদ্দিক স্যার ,মাহমুদুর রহমান মান্না স্যার ও আরো অনেকে এরা দেশের গর্ব। গণতন্ত্রের পুনরুদ্ধার,ভভিষ্যৎ প্রজন্ম কে সঠিক গণতন্ত্র সম্পর্খে জানানো ও একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন।যেখানে মানুষের স্বাধীনতা নেই,বাক স্বাধীনতা নেই.পুরোপুরি গণতন্ত্র হয়েছে এক দলীয় তন্ত্র,তাই এই মুহুর্থে আপনি যোগ্য প্রাথী বাছাই করে তালিকা চূড়ান্ত করুন সব জেলায় সমাবেশ করুন,ক্ষমতাসীন দলের ক্ষমতায় থাকার অপকৌশল গুলো জনগণ কে অবহিত করুন।স্যার মনে রাখবেন সব মিডিয়া ক্ষমতাসীন দল শক্ত হাতে দমন করে রেখেছে।তাই আপনি এবং আপনার সাথে যারা আছেন তাদের নিয়ে সরাসরি সমাবেশ করুন।পত্রিকা বা টিভি চ্যানেল আপনার কথা বলবে না.মাঠে নামুন জনগনের ভালোবাসা আপাদের সাথে আছে। জয় নিশ্চই আসবেই আসবে।আপনার দীর্ঘ আয়ু কামনায় মো : সোহেল হোসেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ