পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসলামী ঐক্যজোটকেও ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে দলটি। গতকাল (রোববার) প্রধানমন্ত্রী শেখা হাসিনার পক্ষ থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীকে একটি চিঠিতে সংলাপের বিষয়ে বলা হয়। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের হাত থেকে চিঠিটি গ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি খোরশেদ আলম ও বায়তুল মাল সম্পাদক আল আমীন। চিঠিতে দেয়া সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর দুইটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ হবে। খোরশেদ আলম বলেন, ‘এখন গণবভনে যারা যাবেন, তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।’ সংলাপে বসার আগ্রহ জানিয়ে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ২০ দলীয় জোটে বিএনপির সাবেক শরিক ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে ডাকা হয়েছে বাম গণতান্ত্রিক জোটকে সিপিবির নেতৃত্বে আটটি বাম দলকে নিয়ে গঠন করা জোটকে। তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছিল ১ নভেম্বর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ হবে বলে গণমাধ্যমকে জানান বাম জোটের শরিক গণ সংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।