Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১০:১৯ পিএম | আপডেট : ১০:২০ পিএম, ৩ নভেম্বর, ২০১৮

সংলাপ চেয়ে রোববার আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে প্রথম সংলাপে আমারা সন্তুষ্ট হতে পারিনি। তাই আবারও আমাদের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে চাই। এ ছাড়া প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, আলোচনার দরজা খোলা আছে। প্রয়োজনে আবারও সংলাপ হবে। আমরাও চাই আলাপ আলোচনা মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করতে।
ঐক্যফ্রন্টের বৈঠক সূত্রে জানা যায়, আগামী ৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্দ্যানে যে জনসভা হবে তা সফল করার বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকার পর রাজশাহীর জনসভার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া সরকার যদি আলোচনার মাধ্যমে তাদের দাবি না মানে তাহলে আন্দোলনের কৌশল কি হবে সে সব বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সেক্ষেত্রে জনসভার পাশাপাশি তারা রোডমার্চ, লংমার্চ গণঅনশন এসব বিভিন্ন কর্মসূচীর বিষয় নিয়েও আলোচনা করেছেন।
ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাাহ চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, এডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।
এর আগে সকালে নির্বাচন কমিশনেও চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রীর সাথে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যেন নির্বাচন কমিশন তফসিল ঘোষনা না করে চিঠিতে সে বিষয়টি উল্লেখ করা হয়েছে।



 

Show all comments
  • শওকত আকবর ৩ নভেম্বর, ২০১৮, ১০:৫১ পিএম says : 0
    এ সিদ্ধান্ত সময়পোযোগী | আন্দলনও হোক নিয়োমতান্ত্রিক | যেন কোনসহিংসতা না হয় | সংলাপ਀আন্দলন਀নিবাচন਀শান্তিপ্রিয় জনগনের এটাই কাম্য ||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ