পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬৪ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৩৪ জনকে। গতকাল (বৃহস্পতিবার) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম দিন সকাল ১০টা থেকে জেএসসিতে বাংলা, বাংলা প্রথম পত্র (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়। সাব-কমিটির তথ্যানুযায়ী, প্রথম দিন ২৩ লাখ ৫৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়। আর ঢাকা বোর্ডে ১৪ হাজার ১৩১ জন, রাজশাহী বোর্ডে পাঁচ হাজার ২৯৩ জন, কুমিল্লা বোর্ডে চার হাজার ৩৫৪ জন, যশোরে চার হাজার ৮৬০ জন, চট্টগ্রামে তিন হাজার ১৯৬ জন, সিলেটে দুই হাজার ৯৮৬ জন, বরিশালে তিন হাজার ২৫৬ জন এবং দিনাজপুর বোর্ডে পাঁচ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ২১ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রথম দিনের পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ১৭ জন, রবিশাল বোর্ডের আটজন, ঢাকার ছয়জন, কুমিল্লার দুইজন এবং দিনাজপুর বোর্ডের একজন পরীক্ষার্থীকে ‘অসদুপায় অবলম্বনের জন্য’ বহিষ্কার করা হয়। দেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে শুরু হওয়া এই পরীক্ষা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।