Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দেশের ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৭টি উপজেলা ছাড়াও ৭টি বিদ্যুৎকেন্দ্র, ১টি গ্রিড উপকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার বিদ্যুৎ বিভাগ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন ইনকিলাবকে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাভুক্ত ভৌগলিক এলাকায় বিদ্যুৎ সংযোগ-প্রত্যাশী শতভাগ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো: আনোয়র হোসেন জানান, বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।এই পরিকল্পনার একটি বড় অংশ দেশের সবগুলো উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা। এর ধারা বাহিকতায় ১ নভেম্বর প্রধানমন্ত্রী উপজেলাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
আরইবি থেকে জানানো হয়, দেশের ৪৬১টি উপজেলার মধ্যে ২০১৬ সালের ১৩ আগস্ট ৬টি, ২০১৭ সালের ১ মার্চ ১০টি, একই বছরে ১০ সেপ্টেম্বর ১০টি, ১০ ডিসেম্বর আরও ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ২০১৮ সালের ১২ এপ্রিল ১৫টি, ১৪ জুলাই ৭টি, ৫ আগস্ট ২১ উপজেলায় শতভাগ উদ্বোধন করেন তিনি। এরপর ১ নভেম্বর ১০২টি এবং পরদিন ২ নভেম্বর আরো ৫টি উপজেলায় তিনি শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধণ করবেন। ডিসেম্বর মাসের মধ্যে আরইবি আরও ৮০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্য ঠিক করেছে। এছাড়া ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রধান কার্যালয় ভবনের ও আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুকন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে আছে বড় পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট, কেরানীগঞ্জ জেলার ব্রাহ্মণগাঁও ১০০ মেগাওয়াট ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র, কেরানীগঞ্জ জেলার আওরাহাটি ১০০ মেগাওয়াট ডিজেল চালিত, গাজীপুর জেলার কড্ডায় ১৪৯ মেগাওয়াট ফার্নেস অয়েল ভিত্তিক, কেরানীগঞ্জ জেলার পানগাঁও ৩০০ মেগাওয়াট ফার্নেস অয়েল, সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট দ্বৈত জ্বালানি ভিত্তিক ও টেকনাফে ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র।
এছাড়া শতভাগ বিতায়ন হওয়া উপজেলারগুলোর মধ্যে আছে ঢাকা জেলার ৫টি, কিশোরগঞ্জ জেলার ৬টি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, নাটোরের ৩টি, রাজশাহীর ৪টি, বাগেরহাটের চিতলমারী, যশোরে ৩টি, চুয়াডাঙ্গার দু’টি, পিরোজপুর সদর, মানিকগঞ্জের ৩টি, নওগার ৪টি, ঝালকাঠির ২টি, পাবনা সদর, সিলেটের ৪টি, খুলনার ডুমুরিয়া, ফেনী সদর, কুষ্টিয়া সদর, দিনাজপুরের ২টি, লক্ষীপুরের রামগঞ্জ, চট্টগ্রামের ৪টি, ব্রাহ্মণবাড়িয়ার ৩টি, কুমিল্লার ১১টি, নোয়াখালীর ২টি, রংপুরের ২টি, সুনামগঞ্জ দক্ষিণ, সাতক্ষীরার তালা, কক্সবাজারের ২টি, মেহেরপুরেরর গাংনী, ভোলার ২টি. সিরাজগঞ্জের ৪টি, নেত্রকোনার ২টি, মাদারীপুর সদর, নীলফামারী সদর, গাজীপুর ২টি, শরীয়তপুরের ৩টি, চাদপুরের ৩টি, নারায়ণগঞ্জের সোনারগাঁ, বগুড়ার ৭টি, ফরিদুপরের ২টি, মাগুরার ২টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ