Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবিএসে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যূরাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

সরকারি অফিস পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) লবিতে বঙ্গবন্ধুর সর্ববৃহত ম্যূরাল উন্মোচন করা হয়েছে। ম্যূরালটির দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ১০ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক দুলাল চন্দ্র গাইন ম্যূরাল নির্মাণে প্রধান শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সহযোগী শিল্পী হিসেবে শিল্পী প্রিন্স শীল ও শিল্পী আল-আমিন সংযুক্ত ছিলেন। ম্যূরালের উভয়পাশে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে টেরাকোটার নান্দনিক চিত্রশৈলী সন্নিবেশ করা হয়।
গত সোমবার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে ম্যূরাল উন্মোচন করেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, বিবিএস দেশের জন্য অনেক ভালো কাজ করছে। তার মধ্যে অন্যতম ম্যূরাল উন্মোচন। সরকারি অফিসে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যূরাল নির্মাণ করে আমরা গর্বিত। সূর্য্যরে আলো যতোদিন থাকবে ততোদিন তিনি থাকবেন। ম্যূরালের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে অনেকে নতুন নতুন ধারণা পাবেন। বঙ্গবন্ধু আমাদের মাঝে আছেন থাকবেন।’
পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএস’র উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বলেন, বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারণেই আমরা স্বাধীন দেশের নাগরিক । বঙ্গবন্ধু দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখেই ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ