Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবরোধে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে

পরিবহন ধর্মঘটে সংসদে ক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পরিবহন ধর্মঘটের নামে সারাদেশে শ্রমিকদের নৈরাজ্য চলছে অভিযোগ করে জাতয়ি সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান। এ বিষয়ে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। গতকাল সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
সংসদের শুরুতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে পরিবহন ধর্মঘটের প্রসঙ্গ তুলে পীর ফজলুর রহমান বলেন, এই সংসদে পাস করা সড়ক পরিবহন আইনের কিছু ধারা পরিবর্তনের দাবিতে গত দুইদিন থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করছে। এই অবরোধের নামে শ্রমিকদের কেউ কেউ নৈরাজ্য সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে যাত্রী ও চালকদের মুখে পোড়া মোবিল মেখে দেয়া হয়েছে। একটি অসুস্থ শিশুকে হাসাপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্স আটকে দেয়ায় শিশুটি মারা গেছে। এই অবরোধে সারাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অবরোধের নামে মানুষের আত্মমর্যাদায় যারা আঘাত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নীরব রয়েছে। এই ঘটনা আমাদের আহত করেছে। আমি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।

মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না শাজাহান খান

পরিবহন শ্রমিকের ৪৮ ঘন্টার ধর্মঘট আন্দোলনে দ্বিতীয় দিন সোমবারও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। এই আন্দোলনের জন্য পরিবহন শ্রমিক নেতা হিসেবে নৌমন্ত্রী শাজাহান খানকে দায়ী বলে দাবি তুলেছে সাধারন মানুষ। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন না নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তবে পারিবারিক কারণে তিনি এ বৈঠকে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পরিবহন ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। কারণ, এটি কোনও এজেন্ডায় ছিল না। তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন কিনা বা কোনও কিছু বলেছেন কিনা সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে উপস্থিত ছিলেন না। তার এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সেখানে গেছেন। দুদিনের পরিবহন ধর্মঘট নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সবার মধ্যেই সেই উদ্বেগ আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ