Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় ডেনিস উন্নয়ন মন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ডেনমার্কের উন্নয়ন মন্ত্রী উলা টরনেস ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। গতকাল সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির ডেনিস মন্ত্রী উলা টরনেসকে হজরত শাহজালাল (রা.) আন্তজাতিক বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় ঢাকার ডেনিস রাষ্ট্রদূত উইনি এসত্রাপ পিটারসের উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডেনিস মন্ত্রী উলা টরনেসের বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পক্ষে ডেনিস সমর্থনের বিষয়ে আশ্বস্ত করা। রোহিঙ্গা ইস্যুতে গত দেড় বছরের মধ্যে এবার নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করছেন ডেনিস মন্ত্রী।
সফরকালে উলা টরসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ডেনিস মন্ত্রীর সফরে বাংলাদেশের উন্নয়ন এবং বাণিজ্য বিষয়েও আলাপ হবে। ডেনিস মন্ত্রী উলা টরনেস রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির সফর করবেন। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ